X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কাপ্তাই লেক থেকে উদ্ধার যুবকের লাশের পরিচয় মিলেছে

রাঙামাটি প্রতিনিধি
০৫ মার্চ ২০২১, ২১:০৪আপডেট : ০৫ মার্চ ২০২১, ২১:০৪

রাঙামাটির লংগদুতে কাপ্তাই লেক থেকে উদ্ধার যুবকের লাশের পরিচয় মিলেছে। লংগদু থানা পুলিশ জানায়, নিহত যুবকের মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে জানা যায়, লংগদু সরকারি মডেল কলেজের এক নারী প্রভাষকের সঙ্গে তার যোগাযোগ ছিল। পরে ওই প্রভাষককে জিজ্ঞাসাবাদে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়।

নিহত যুবকের নাম প্রসনজিৎ সূত্রধর (৩০)। তিনি টাঙ্গাইল জেলা সদরের ১৫ নং ওয়ার্ডের বিশ্বাস বেতকা এলাকার মঙ্গল সূত্রধরের ছেলে।

পুলিশ আরও জানায়, নিহত যুবকের সঙ্গে প্রভাষকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সুবাদে প্রসনজিৎ গত সোমবার (১ মার্চ) সকালে লংগদুতে আসে এবং নারী প্রভাষকের সঙ্গে দেখা করে। এরপর প্রসনজিৎকে মাইনী বাজারে পৌঁছে দিতে কলেজের এক কর্মচারীর সাহায্য নেন প্রভাষক। তিন জন মিলে সকাল সাড়ে ১০টার দিকে কলেজ এলাকা থেকে পায়ে হেঁটে মাইনী বাজারের উদ্দেশে যাত্রা করেন। যাওয়ার পথে আর্মি জোনের টাইগার টিলা নামক স্থান থেকে বিদায় নেন প্রভাষক। এ সময় দুজনের মধ্যে বাগ-বিতণ্ডা হয় বলে জানায় পুলিশ। প্রভাষক ফিরে আসলেও থেকে যান প্রসনজিৎ ও কলেজের কর্মচারী। ১৫-২০ মিনিট পর কলেজ কর্মচারী যুবক ফিরে আসেন কলেজে। এরপর প্রসনজিৎ মাইনীবাজারে পৌঁছেছেন কিনা তা জানতে তার মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়। এ ঘটনার তিন দিন পর প্রসনজিতের মৃতদেহ পাওয়া যায় টাইগার টিলার পাশে কাপ্তাই লেক থেকে।

নিহত প্রসনজিৎ কি প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন, নাকি তাকে হত্যা করা হয়েছে? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মাঝে। তবে নিহতের পোস্টমর্টেম রিপোর্ট বা ভিসেরা পরীক্ষার পরই হয়তো জানা যাবে এই মৃত্যুর আসল রহস্য– এমনটি বলছে পুলিশ।

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রভাষক ও কলেজের কর্মচারীকে আটক করা হয়েছে। নিহত প্রসনজিতের স্বজনরা লাশ শনাক্ত করেছেন এবং হত্যার দায়ে এজাহার জমা দিয়েছেন। মামলার প্রস্তুতি চলছে। শনিবার সকালে অভিযুক্তদের কোর্টে তোলা হবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে রাঙামাটির লংগদু উপজেলার আর্মি জোনের পাশে ভাসমান অবস্থায় কাপ্তাই হ্রদ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার ধোনির  ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ