X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
কারাগার থেকে কয়েদি নিখোঁজ

দুই কারারক্ষী বরখাস্ত, দুই জেলার প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মার্চ ২০২১, ১৭:৩৫আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৭:৩৫

হত্যা মামলার এক আসামি কারাগার থেকে নিখোঁজের ঘটনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. রফিফুল ইসলাম ও ডেপুটি জেলার মুহাম্মদ আবু সাদ্দাতকে প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি (প্রিজন্স) এ কে এম ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

একই ঘটনায় কারারক্ষী নাজিম উদ্দিন ও সহকারী কারারক্ষী ইউনুস মিয়াকে বরখাস্ত করার পাশাপাশি কামাল হায়দার নামে আরেক কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

নিখোঁজ কয়েদি ফরহাদ হোসেন রুবেল কারাগারের কর্ণফুলী ভবনের পঞ্চম তলার ১৫ নম্বর ওয়ার্ডে ছিলেন। শনিবার (৬ মার্চ) সকালে নিয়মিত বন্দী গণনার সময় হত্যা মামলার আসামি রুবেলকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর তার কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে এ ঘটনায় একই দিন সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রাতে একই ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়।

এর আগে ফেব্রুয়ারিতে মাদারবাড়ি রেলবিট এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে গত ৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানামূলে রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

এ কে এম ফজলুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারাগার থেকে কয়েদি নিখোঁজের ঘটনায় জেলার রফিকুল ইসলামকে প্রত্যাহার করে কারা অধিদফতরে এবং ডেপুটি জেলার আবু সাদ্দাতকে চট্টগ্রাম বিভাগীয় উপ কারা পরিদর্শক অফিসে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত এবং আরও একজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার পাশাপাশি তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনা তদন্তে কারা অধিদফতর থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে খুলনা বিভাগীয় উপ-কারাপরিদর্শক ছগির মিয়াকে প্রধান করে ব্রাহ্মণবাড়িয়া জেলসুপার মো. ইকবাল হোসেন ও বান্দরবান জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদকে সদস্য করা হয়েছে।’

একই ঘটনায় আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসক। ওই কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক সুমনি আক্তারকে আহ্বায়ক এবং এডিসি (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. মাজহারুল ইসলামকে সদস্য করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
জাপানে দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
আলোচিত ‘অপারেশন ঈগল হান্টের’ ঘটনায় সাবেক এসপি আসাদুজ্জামান রিমান্ডে
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
ভারতে চালু হতে চলেছে মোবাইল ভোটিং 
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি, থানায় জিডি
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নামে চাঁদা দাবি, থানায় জিডি
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা