X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
কারাগার থেকে কয়েদি নিখোঁজ

দুই কারারক্ষী বরখাস্ত, দুই জেলার প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মার্চ ২০২১, ১৭:৩৫আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৭:৩৫

হত্যা মামলার এক আসামি কারাগার থেকে নিখোঁজের ঘটনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. রফিফুল ইসলাম ও ডেপুটি জেলার মুহাম্মদ আবু সাদ্দাতকে প্রত্যাহার করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় ডিআইজি (প্রিজন্স) এ কে এম ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

একই ঘটনায় কারারক্ষী নাজিম উদ্দিন ও সহকারী কারারক্ষী ইউনুস মিয়াকে বরখাস্ত করার পাশাপাশি কামাল হায়দার নামে আরেক কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

নিখোঁজ কয়েদি ফরহাদ হোসেন রুবেল কারাগারের কর্ণফুলী ভবনের পঞ্চম তলার ১৫ নম্বর ওয়ার্ডে ছিলেন। শনিবার (৬ মার্চ) সকালে নিয়মিত বন্দী গণনার সময় হত্যা মামলার আসামি রুবেলকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর তার কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে এ ঘটনায় একই দিন সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রাতে একই ঘটনায় একটি মামলাও দায়ের করা হয়।

এর আগে ফেব্রুয়ারিতে মাদারবাড়ি রেলবিট এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনায় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে গত ৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানামূলে রুবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

এ কে এম ফজলুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারাগার থেকে কয়েদি নিখোঁজের ঘটনায় জেলার রফিকুল ইসলামকে প্রত্যাহার করে কারা অধিদফতরে এবং ডেপুটি জেলার আবু সাদ্দাতকে চট্টগ্রাম বিভাগীয় উপ কারা পরিদর্শক অফিসে সংযুক্ত করা হয়েছে। একই ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত এবং আরও একজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করার পাশাপাশি তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনা তদন্তে কারা অধিদফতর থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে খুলনা বিভাগীয় উপ-কারাপরিদর্শক ছগির মিয়াকে প্রধান করে ব্রাহ্মণবাড়িয়া জেলসুপার মো. ইকবাল হোসেন ও বান্দরবান জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদকে সদস্য করা হয়েছে।’

একই ঘটনায় আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসক। ওই কমিটিতে অতিরিক্ত জেলা প্রশাসক সুমনি আক্তারকে আহ্বায়ক এবং এডিসি (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. মাজহারুল ইসলামকে সদস্য করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে: পরিবেশমন্ত্রী
পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে: পরিবেশমন্ত্রী
পটকা-আতশবাজি তৈরি করা ঘরটি উড়ে গেলো বিস্ফোরণে, মা-মেয়েসহ আহত ৪
পটকা-আতশবাজি তৈরি করা ঘরটি উড়ে গেলো বিস্ফোরণে, মা-মেয়েসহ আহত ৪
আবাহনীর ১০ ক্রিকেটার চট্টগ্রামে, একাদশ গঠন নিয়ে বিপাকে সুজন
আবাহনীর ১০ ক্রিকেটার চট্টগ্রামে, একাদশ গঠন নিয়ে বিপাকে সুজন
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ