X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

আড়াই মাস পর ব্রাহ্মণবাড়িয়ায় থামলো ট্রেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ জুন ২০২১, ১৯:৪৮আপডেট : ১৫ জুন ২০২১, ১৯:৪৮

হেফাজতে ইসলামের তাণ্ডব চালানোর দীর্ঘ ৮০ দিন পর ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি করেছে ট্রেন। মঙ্গলবার (১৫ জুন) সকালে তিতাস কমিউটার ট্রেনের যাত্রাবিরতির মধ্য দিয়ে স্টেশনে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। সকাল থেকে বিকাল পর্যন্ত স্টেশনে যাত্রাবিরতি করেছে চার জোড়া মেইল ও কমিউটার ট্রেন। বুধবার (১৬ জুন) থেকে আন্তঃনগর পারাবত ট্রেন থামবে।

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা গত ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলাকারীরা স্টেশনের কন্ট্রোল প্যানেল বোর্ডসহ মূল্যবান জিনিসপত্র পুড়িয়ে দেয়। ২৭ মার্চ থেকে স্টেশনে সব ধরনের ট্রেনের যাত্রাবিরতি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাধ্য হয়ে আখাউড়া রেলওয়ে জংশন ও কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন থেকে ট্রেনে চড়তেন তারা। আবার অনেকেই বাসে যাতায়াত করতেন।

ট্রেনের যাত্রাবিরতি বন্ধ করে দেওয়ার পর স্টেশন সংস্কার করে পুনরায় যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাসহ আন্দোলনে নামে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

গত ৫ জুন সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ ব্রাহ্মণবাড়িয়ার ব্যানারে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্টেশন চত্বরে মানববন্ধন করে। মানববন্ধন থেকে ২০ জুনের মধ্যে ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা না করলে রেলপথ অবরোধের আলটিমেটাম দেওয়া হয়।

গত ১৩ জুন রেলওয়ে কর্তৃপক্ষ ডিজিটাল সিগন্যালিং ব্যবস্থা পুনরায় স্থাপন না হওয়া পর্যন্ত স্টেশনটিকে ‘বি’গ্রেড থেকে ‘ডি’গ্রেডে রূপান্তর করে সনাতনী পদ্ধতিতে সীমিত সংখ্যক ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে ট্রেনের যাত্রাবিরতি শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পিযুষ কান্তি আচার্য্য বলেন, ম্যানুয়েল পদ্ধতিতে যদি পাঁচ জোড়া ট্রেন চালানো যায়; তাহলে অবশিষ্ট আন্তঃনগর ট্রেনগুলোও চালানো যাবে। তাই একই পদ্ধতিতে আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি দেওয়ার দাবি জানাই।

একই দাবি জানিয়ে সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ ব্রাহ্মণবাড়িয়ার সংগঠক অ্যাডভোকেট মো. নাসির মিয়া বলেন, ঢাকা ও চট্টগ্রামের মধ্যে চলাচলকারী বিভিন্ন আন্তঃনগর ট্রেন ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রাবিরতি না দিলে যাত্রীদের দুর্ভোগ কমবে না। সমস্যাগুলো দ্রুত সমাধান করে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানাই।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ শোয়েব বলেন, সিগন্যালিং ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় গার্ড এবং ট্রেনচালকের সমন্বয়ে এখন স্টেশন থেকে যাত্রীদের ওঠানামা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সিগন্যালিং ব্যবস্থা মেরামত করা হবে। এরপর আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি দেবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে বিচারাধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার: সংসদে আইনমন্ত্রী
দেশে বিচারাধীন মামলা ৩৭ লাখ ২৯ হাজার: সংসদে আইনমন্ত্রী
ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়
ফতুল্লায় অপ্রীতিকর ঘটনা, রাজার রেকর্ড বোলিংয়ে প্রাইম ব্যাংকের জয়
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ