X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নদীর পরিবেশ নষ্টের অধিকার আমাদের কেউ দেয়নি: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জুন ২০২১, ২১:৪৬আপডেট : ২৬ জুন ২০২১, ২১:৪৬

কর্ণফুলী নদীর দুই পাশে বন্দরের লিজ দেওয়া জায়গায় গড়ে ওঠা শিল্প কারখানা নদীর পরিবেশ নষ্ট করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

তিনি বলেছেন, ‘কর্ণফুলী নদীর দুই পাড়ে অনেক শিল্প কারখানা হয়েছে, এয়ারপোর্ট থেকে আসার সময় আশপাশের জায়গায় অনেক শিল্প কারখানা দেখা যায়। কিন্তু এইসব প্রতিষ্ঠানের এনভাইরমেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি) বসানো হয়নি। কারখানার তরল বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। নদীর পানি নষ্ট হচ্ছে। কঠিন বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। এসব বর্জ্যের কারণে নদীর নাব্যতা কমে যাচ্ছে। কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় এসব কিছুকে আমলে নিতে হবে। নদীর পরিবেশ নষ্ট করার অধিকারতো আমাদের কেউ দেয়নি।’

শনিবার (২৬ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন, কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি, দখল ও দূষণ রোধে গৃহীত কার্যক্রমের পর্যালোচনা করতে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় তাজুল ইসলাম বলেন, ‘কর্ণফুলী নদীর দুই পাশে চট্টগ্রাম বন্দরের অনেক জায়গা আছে। বন্দর কর্তৃপক্ষ এসব জায়গা কাউকে লিজ দিতেই পারে। আমরা অনেক বিত্তবান লোক আছি, আমরা নদীর পাশে শিল্প কারখানা করতে চাইতেই পারি। কিন্তু আমরা যারা এইগুলো তদারকি করার দায়িত্বে আছি, আমরা কি সেই কাজটা ঠিকভাবে করেছি? এগুলো কেন লিজ দেওয়া হবে? নদীর একটি নিজস্ব পরিবেশ আছে।’

তিনি বলেন, ‘নদীর নাব্যতা যদি সঠিকভাবে মেইনটেইন করা না যায়, তাহলে আমাদের প্রয়োজনীয় পণ্য নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে ঢুকতে পারবে না। এই বিষয়গুলো মাথায় রেখে বিভিন্ন সময়, বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প নেওয়ার পরিপ্রেক্ষিতে এগুলো নিয়ে কাজ করার কথা। বাস্তবে কাজ কতটুকু হয়েছে।’

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘কিছু চ্যালেঞ্জিং কাজ সিভিল প্রশাসনকে না দিয়ে সেনাবাহিনীকে দেওয়া হয়। এই আশায় যে, তারা চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে কাজগুলো দ্রুত বাস্তবায়ন করতে পারবে। জনগণ যেন দ্রুত এর সুফলটা পায়। চট্টগ্রামে একটি প্রকল্প সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এখানে আমি মনে করি, আমি মন্ত্রী কিংবা সাধারণ নাগরিক হই। অথবা আমি আমলা বা সাংবাদিক হই। যা হই এই প্রকল্পের সুফল এবং কুফল দুটিরই ভাগীদার আমি হবো। তাই আমাদেরকে এই বোধটা রাখতেই হবে যে, আমরা আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করছি কি না।’

মন্ত্রী বলেন, ‘আমি সব কাজ ভালো করতে পারি, এই মানসিকতা থাকা ঠিক না। যদি ত্রুটি চিহ্নিত হয় সেটাকে সংশোধন করার মানসিকতা আমার মধ্যে থাকতে হবে। আবার আমি ভালো কাজ করলে সেটির প্রশংসা করতে হবে।’

সভা শেষে বিকেল ৩টায় মন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেন। সেখানে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে অনেকগুলো প্রকল্পের অনুমোদন দিয়েছেন। সেই প্রকল্পগুলো ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কি-না, সেগুলো দেখার জন্য আমি চট্টগ্রাম এসেছি। অনেকগুলো প্রকল্প আমি নিজে ঘুরে দেখেছি। এগুলো বাস্তবায়ন যেন সঠিকভাবে হয়। বাস্তবায়নকালে কোথাও ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত হলে সেগুলো যেন সমাধান করা যায়।’

এই প্রকল্পগুলো তদারকির জন্য সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে সিটি করপোরেশনের মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যানকে উপদেষ্টা করা হয়েছে। এই কমিটি প্রতি মাসে একবার মিটিং করবে, তারা এই প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করা এবং চট্টগ্রাম শহরকে একটি দৃষ্টিনন্দন শহরে রূপান্তরে কাজ করবে।

বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, জলাবদ্ধতা প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলী,ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ, পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর পরিচালক নুরুল্লাহ নুরীসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
কর্ণফুলী টানেলে মধ্যরাতে কার রেসিং, ৭ কার চালকের বিরুদ্ধে মামলা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
গ্যাস সংকটে দুর্ভোগে চট্টগ্রাম নগরবাসী
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজে ডাক পেলেন রউফ-হাসান
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে: ওবায়দুল কাদের
গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
মুক্ত গণমাধ্যম দিবসের সভায় তথ্য প্রতিমন্ত্রীগণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ নয়, উন্নয়নের অপপ্রচার করলে ব্যবস্থা
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ