X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

লকডাউন শিথিলের প্রথম দিনেই স্বাস্থ্যবিধি উধাও

মাসুদ আলম, কুমিল্লা
১৫ জুলাই ২০২১, ২২:০৯আপডেট : ১৫ জুলাই ২০২১, ২২:০৯

কঠোর লকডাউন শিথিলের প্রথম দিনেই কুমিল্লার বিভিন্ন সড়কে যানজট দেখা দিয়েছে। শহর ও অলিগলির সব সড়কে জনসমাগম ছিল। খুলেছে দোকানপাট, বাজার ও শপিংমল। চলছে পরিবহন। তবে বৃহস্পতিবার (১৫ জুলাই) কুমিল্লা শহরে স্বাস্থ্যবিধির বালাই ছিল না।

সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা নগরীর কান্দিরপাড়, রানীরবাজার, রাজগঞ্জ, চকবাজার ও টমছম সেতুসহ বেশ কিছু এলাকায় যানজট। ঈদুল আজহাকে সামনে রেখে দোকানপাট, বিপণিবিতান, শপিংমল ও সড়কের পাশ দখল করে ফুটপাতে চলেছে বেচাকেনা। বিভিন্ন জায়গায় বেচাকেনার সময় স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। 

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে কঠোর লকডাউন দেওয়া হয়। দুই সপ্তাহের কঠোর লকডাউন বুধবার মধ্যরাতে শেষ হয়। ঈদুল আজহা সামনে রেখে আট দিনের জন্য শিথিল করা হয়েছে এই লকডাউন। ফলে সারাদেশে অফিস-আদালত, দোকানপাট ও বিপণিবিতান খুলেছে। ২৩ জুলাই সকাল ৬টা থেকে আবারও ১৪ দিনের জন্য লকডাউন শুরু হবে।

এদিকে রাস্তায় মানুষ বেড়ে গেলেও বৃহস্পতিবার সকাল থেকে কুমিল্লার বিভিন্ন বিপণিবিতানে গিয়ে তেমন ভিড় চোখে পড়েনি। মার্কেটের ভেতরে কিছু লোকজনকে মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করতে দেখা গেছে। তাদের কারও মাস্ক ছিল হাতে, আবার কারও থুতনিতে।

কুমিল্লার শাসনগাছা, জাঙ্গালিয়া ও চকবাজার টার্মিনাল থেকে জেলা ও আন্তজেলার সব সড়কে যাত্রীবাহী বাস চলছে। বাসে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা গেছে। তবে স্বাভাবিকের তুলনায় যাত্রীর সংখ্যা কম ছিল। 

শহর ও অলিগলির সব সড়কে জনসমাগম ছিল

কুমিল্লা জেলা বাস-মালিক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম বলেন, ১৪ দিন বন্ধ থাকার পর কঠোর লকডাউন শিথিলের প্রথম দিন কুমিল্লার তিন বাস টার্মিনাল থেকে জেলা ও আন্তজেলার সব রুটে বাস চলাচল করেছে। মাস্ক ছাড়া কোনও যাত্রীকে বাসে উঠতে দেওয়া হয়নি। অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা হয়নি। কোনও যাত্রী ভুলে মাস্ক রেখে এলে পরিবহন কর্তৃপক্ষ মাস্ক দিয়ে সহযোগিতা করেছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এমন অবস্থা অব্যাহত থাকবে।

লকডাউন শিথিলে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানার বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসাইন বলেন, ‘সরকার ১৪ দিন শেষে কঠোর লকডাউন শিথিল করেছে। শিথিলের খবরে কুমিল্লায় সড়কে সড়কে মানুষের চলাচল বেড়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিদিন জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে যাচ্ছে। দোকানপাট, বাজার, শপিংমল ও পরিবহন নেতাদের সঙ্গে বসা হয়েছে; যাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয়।’

তিনি আরও বলেন, কুমিল্লায় প্রতিদিন করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। তৈরি হচ্ছে ভয়াবহ পরিস্থিতি। তারপরও স্বাস্থ্যবিধি না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী