X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

জোর করে ভোট নিলে আমরা নেবো: চেয়ারম্যান প্রার্থী

নোয়াখালী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ১৯:৫১আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ২০:৪৪

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া প্রার্থী দেলোয়ার হোসেন দেলু বলেছেন, ‘আওয়ামী লীগের টিকিট নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের কাছে ভোট দাবি করতেছি। আপনারা আগামী ২৬ ডিসেম্বর আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কেন্দ্র দখল করলে আমরা করবো, জোর করে ভোট নিলে আমরা নেবো, কারণ আমরা সরকারের প্রতিনিধি।’

রবিবার (৫ ডিসেম্বর) রাতে ওই প্রার্থীর এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। নির্বাচনকে সামনে রেখে শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় দাদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বারাহীপুর এলাকায় নির্বাচনি কার্যালয় উদ্বোধনকালে নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিও তিনি।

বিষয়টি স্বীকার দেলোয়ার হোসেন দেলু বলেন, ‘আমি অন্য সূত্র ধরে এসব কথা বলেছি। ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়েছে বলে আমি জেনেছি। এটি আমার ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী মিজানুর রহমান শিপন করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি কথাগুলো ওইভাবে বলিনি। আমি বলেছিলাম, আমার প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান শিপন বলেছিল, ভোটের দিন ১২টার পর কেন্দ্র দখল করে নেবে। ওই কথার ভিত্তিতে আমি বলেছিলাম, আমরা সরকারের প্রতিনিধি, কেন্দ্র কাটলে আমরা কাটবো, দখল করলে আমরা করবো। আপনারা নির্ভয়ে কেন্দ্রে ভোট দিতে আসবেন। আপনাদের নিরাপত্তা আমরা দেবো। কিন্তু আমার ওই বক্তব্যকে কেটে খণ্ডিত করে মিজানুর রহমান শিপন ও তার লোকজন দিয়ে প্রচার করছে।’

বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান শিপন বলেন, ‘তিনি নিজ মুখে কেন্দ্র দখলের কথা বলেছেন, যার ভিডিও ইতোমধ্যে সবখানে ছড়িয়ে পড়েছে। আমি কেন ওনার বিরুদ্ধে অপপ্রচার করবো? এ ছাড়াও চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি অনেক অনিয়ম করেছেন। এখন আবার ভোটের দিন কেন্দ্র দখল করাসহ আমার লোকজনকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।’

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর সদর উপজেলার ৯ ইউনিয়নে ভোটগ্রহণ হবে। ইতোমধ্যে এসব ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আগামী ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বাড়ি ঘেরাও করে সাবেক মেয়রকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা
সাবেক এমপি জাফর আলম আরও ৭ দিনের রিমান্ডে
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
সর্বশেষ খবর
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন