X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফার্নিচার কারখানায় আগুন: তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস

চট্টগ্রাম সংবাদদাতা
১০ জানুয়ারি ২০২২, ২২:৪৭আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২২:৪৭

চট্টগ্রামে ফার্নিচার কারখানায় ঘুমন্ত অবস্থায় আগুনে দুই শ্রমিক মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ। দগ্ধদের খোঁজে সেখানে রাতেও তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। সোমবার (১০ জানুয়ারি) বিকালে নগরীর আকবর শাহ থানা এলাকার কাট্টলী এলাকায় ‘পিটুপি’ নামে ফার্নিচার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিএমপির পশ্চিম জোনের ডিসি আব্দুল ওয়ারিশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মৃত দুই শ্রমিক ঘুমিয়েছিলেন বলে আমরা মনে করছি। তারা অগ্নিকাণ্ডের সময় বের হতে পারেননি। তবে অন্য শ্রমিকরা দ্রুত বের হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান। আর কোনও লাশ আছে কিনা সেজন্য তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিস। তল্লাশি শেষ হলেই বলা যাবে দগ্ধ কেউ আছে কিনা।’

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার সোমবার রাতে ঘটনাস্থল থেকে জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। আগুনের সূত্রপাত জানতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে। তবে কারখানায় রঙ, কাঠসহ বিভিন্ন ধরনের দাহ্য বস্তু আছে। সেগুলোতে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, ‘পুরো কারখানাটি আসবাবপত্রে ভরা। পিটুপি নামে ওই কারখানার একটি অংশ গোডাউন হিসেবে ব্যবহার করা হতো। সেখানে তৈরি করা আসবাবপত্র মজুত করে রাখা হতো।’

পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে পুলিশের টিমও কাজ করছে। দগ্ধ দুজনের পরিচয় এখনও মেলেনি। তারা কারখানার শ্রমিক বলে মনে করছি আমরা।’

এদিকে সোমবার রাত সাড়ে ৮টা পর্যন্ত তল্লাশি অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ১০০ থেকে ১৫০ বর্গফুট আয়তনের দ্বিতল এ কারখানায় শেষ খবর পাওয়া পর্যন্ত দগ্ধ আর কাউকে পাওয়া যায়নি। এদিকে দুই ঘণ্টার আগুনে কারখানার সব মালামাল ছাই হয়ে গেছে। সোমবার বিকাল ৩টা ৫০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানা থেকে দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ