X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কালুরঘাটে নয়, পলোগ্রাউন্ডে সমাবেশ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ মার্চ ২০২২, ১২:৪৫আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৫:৩৯

চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে শ্রদ্ধা নিবেদন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। তবে সেখানে কাউকে কর্মসূচি পালনের অনুমতি দেয়নি পুলিশ। কালুরঘাট বেতার কেন্দ্রের পরিবর্তে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ডে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।

রবিবার (২৭ মার্চ) দুপুর ২টায় সমাবেশ শুরুর করা রয়েছে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কালুরঘাট বেতারকেন্দ্র এলাকায় রবিবার সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। কিন্তু বিএনপির এই সমাবেশকে ‌‘ইতিহাস বিকৃতি ও দেশে নৈরাজ্য সৃষ্টির ঘৃণ্য অপচেষ্টা’ হিসেবে অভিহিত করে একই স্থানে পাল্টা সমাবেশের ঘোষণা দেয় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বিএনপি কালুরঘাট বেতার কেন্দ্রে সমাবেশের নামে ইতিহাস বিকৃতির ঘৃণ্য অপচেষ্টা করছে। চট্টগ্রামে এ ধরনের ঘৃণ্য চেষ্টা সফল হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে সমাবেশ করবে।

বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব মাহবুবুর রহমান শামীম বলেন, আজ কালুরঘাট বেতার কেন্দ্রে পূর্ব নির্ধারিত সমাবেশ ডেকেছিল বিএনপি। অনুমতির জন্য প্রশাসনের কাছে আবেদনও করেছিলাম। প্রশাসন অনুমতি দেয়নি। সেখানে নাকি আওয়ামী লীগ সমাবেশ করবে। আমাদেরকে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশের অনুমতি দিয়েছে। আমরা সেখানেই সমাবেশ করবো।

মহানগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী বলেন, শনিবার রাতে বিএনপি নেতাদের সঙ্গে নগর পুলিশের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়েছে। বৈঠক থেকে কালুরঘাট বেতরা কেন্দ্রের সামনে পূর্ব নির্ধারিত সমাবেশ পরিবর্তন করা হয়।

তিনি আরও বলেন, চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে বিএনপি সমাবেশ না করলেও দুপুরে নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় অবস্থিত বিপ্লব উদ্যানে যাবেন নেতৃবৃন্দ। সেখানে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানে পুস্পস্তবক অর্পণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

নগরীর চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বলেন, কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে বিএনপি সমাবেশ করছে না। সেখানে আওয়ামী লীগ সমাবেশ করছে। বিএনপি নগরীর পলোগ্রাউন্ড মাঠে সমাবেশ করার অনুমতি পেয়েছে। তারা সেখানে সমাবেশ করবে বলে জানিয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বাংলাদেশের জনগণ কারও প্রভুত্ব স্বীকার করে না: মির্জা ফখরুল
মুক্তিযোদ্ধা সমাবেশে মির্জা ফখরুলপুলিশের হুইসেল-সাউন্ড গ্রেনেড শুনে পালাবে না, সেই সাহস নিয়ে দাঁড়াতে হবে
সোমবার বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ, থাকছেন মির্জা ফখরুল
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!