চট্টগ্রামে দাদনের সুদের টাকা না পেয়ে আবুল মুনছুর নামে এ্আ্ ব্যক্তিকে কুপিয়ে আহত করার ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গ্রেফতার দুই জন হলেন সীতাকুণ্ড উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে সৌরভ হোসেন (২২) ও একই এলাকার মৃত কালা মিস্ত্রির ছেলে মীর হোসেন (৫০)। শুক্রবার (১৩ মে) ভোরে নগরী ও জেলার সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৭-৮ মাস আগে মীর হোসেনের কাছ থেকে সুদের ওপর ১০ হাজার টাকা ধার নেয় একই এলাকার বাসিন্দা আবুল মুনছুরের স্ত্রী ঝরনা বেগম। এপ্রিল মাসের শুরুতেই এ টাকা পরিশোধ করা হয়। তবে সুদ দেওয়া হয়নি। সুদের টাকা পরিশোধের জন্য উভয়ের মধ্যে ঝগড়া হয়। এর জেরে গত ১৩ এপ্রিল রাতে সড়কে একা পেয়ে আবুল মুনছুরকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর আহত মুনছুরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিউরোসার্জারি বিভাগে ভর্তি করানো হয়। এ ঘটনায় আহত মুনছুরের ছেলে বাদী হয়ে সীতাকুণ্ড থানায় চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।