X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জুতার দাম নিয়ে বিতর্কে ব্যবসায়ীকে হত্যার কথা স্বীকার

নোয়াখালী প্রতিনিধি
২৩ মে ২০২২, ১৫:৫৯আপডেট : ২৩ মে ২০২২, ১৫:৫৯

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জুতার দাম নিয়ে কথা কাটাকাটির জেরে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত তিন যুবক।

রবিবার (২২ মে) রাত ৯টায় নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে তাদের জবানবন্দি গ্রহণ করা হয়। তারা হলেন চৌমুহনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল হাই মিলনের ছেলে মো. পাভেল (২১), একই ওয়ার্ডের বাচ্চু মিয়ার ছেলে মো. রাকিব (২০) ও আজাদ মিয়ার ছেলে নিরব (২০)। নিহত জুতা ব্যবসায়ী মো. আয়মন উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গণিপুর এলাকার নূর নবীর ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘রবিবার রাত ৯টায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ফোজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করেন।’

তিনি আরও বলেন, ‘একই দিন বিকালে তিন আাসামিকে আদালতে আনা হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হলে তাদের ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেওয়া হয়। জবানবন্দিতে জুতার দাম নিয়ে বিতর্কে ব্যবসায়ীকে হত্যার কথা স্বীকার করেছে তারা। জবানবন্দি দেওয়ার পর রাতেই তাদের কারাগারে পাঠিয়ে দেয় পুলিশ।’

আরও পড়ুন: জুতার দাম নিয়ে কথা কাটাকাটি, ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা 

এর আগে শনিবার (২১ মে) রাত সাড়ে ৭টার দিকে চৌমুহনী বাজারের ডিবি রোডের হোসেন সুপার মার্কেটে সামনে জুতার দাম নিয়ে কথা কাটাকাটির জেরে ব্যবসায়ী আয়মনকে ছুরিকাঘাতে হত্যা করেন ওই তিন যুবক।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ‘ফেনী-লক্ষ্মীপুর মহাসড়কের উত্তর পাশে ভাই ভাই স্পোর্টস দোকানের সামনে বসে আয়মন জুতা বিক্রি করতেন। শনিবার রাতে পাভেল, রাকিব ও নিরব জুতা কিনতে এলে দাম নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরি দিয়ে আয়মনের বুকে আঘাত করলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লাইফ কেয়ার হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে পাভেল ছুরি দিয়ে আঘাত করেছে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।’

তিনি আরও বলেন, ‘পাভেল যে ছুরি দিয়ে হত্যা করেছিল, সেটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ওই দিন রাতে নিহতের ভাই বাদী হয়ে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন। ওই মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা