X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অনিয়ম-দুর্নীতির কারণে বিদ্যালয় ছাড়তে চায় শতাধিক শিক্ষার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ জুন ২০২২, ০৩:৫১আপডেট : ১৭ জুন ২০২২, ০৩:৫১

লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়ার মিরপুর উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিদ্যালয় ছেড়ে যাওয়ার আবেদন করেছে শতাধিক শিক্ষার্থী। একইসঙ্গে অনিয়ম ও দুর্নীতির বিচার এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। পরে শতাধিক শিক্ষার্থী প্রধান শিক্ষকের কাছে বিদ্যালয় ছেড়ে যাওয়ার আবেদন করে।

স্থানীয় সূত্র জানায়, বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে মানববন্ধন করে তারা। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও কর্মসূচিতে অংশ নেন। এতে বক্তব্য রাখেন অভিভাবক জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, আবদুল রহিম, রেনু বেগম, আয়েশা আক্তার, মরিয়ম বেগম ও ফাতেমা বেগম।

কর্মসূচি চলাকালে অভিভাবক ও শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন। পরে প্রধান শিক্ষক সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থী ও অভিভাবকরা শান্ত হয়।

এক শিক্ষার্থীর অভিভাবক জাহাঙ্গীর আলম বলেন, গত ১০ বছর ধরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি জানিয়ে আসছেন অভিভাবকরা। কিন্তু গত কয়েক দিন আগে রাতের বেলায় অবৈধভাবে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়।

জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে স্কুলের পড়ালেখার মান দিন দিন খারাপ হচ্ছে। অনিয়ম ও দুর্নীতির বিচার এবং রাতে গঠিত কমিটি বাতিল করে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানাই আমরা।

অপর অভিভাবক সদস্য ফাতেমা বেগম বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকদের অনিয়ম, দুর্নীতির কারণে পড়ালেখার মান খারাপ হয়ে গেছে। বাধ্য হয়ে অভিভাবকরা তাদের সন্তানদের অন্য বিদ্যালয়ে নেওয়ার জন্য আবেদন করেছেন।

তিনি বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি পড়ালেখার উন্নয়ন না করে নিজেরা কীভাবে কমিটিতে থাকবে, উন্নয়নের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ করবে সে চিন্তা করে। কাজেই এই কমিটি আমরা চাই না।

এ বিষয়ে প্রধান শিক্ষক ননী গোপল দেবনাথ বলেন, অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে যাওয়ার আবেদন করেছে। সমস্যা সমাধানের আশ্বাস দিলে অভিভাবক ও শিক্ষার্থীরা শান্ত হয়েছে। তবে কোনও অনিয়মের সঙ্গে আমি জড়িত নই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিন্তু কমিটি নিয়ে আমি কোনও কথা বলতে রাজি নই।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, কী কারণে অভিভাবক ও শিক্ষার্থীরা এ ধরনের কর্মসূচি পালন করছে, তা আমার জানা নেই। নিয়মতান্ত্রিকভাবে কমিটি গঠন করা হয়েছে। কোনও অনিয়ম ও দুর্নীতি হয়নি।

/এমপি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’