X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

খেলতে গিয়ে পাহাড়ধসে শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
২০ জুন ২০২২, ০১:৪৪আপডেট : ২০ জুন ২০২২, ০১:৪৪

কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ধসে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের অফিস পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম রবিউল হাসান (৫)। সে ওই গ্রামের নজির হোসেন প্রকাশ বদুর ছেলে।

এলাকাবাসী জানান, রবিউল হাসান বিকালে বাড়ির পাশের পাহাড়ের কোলে খেলতে গিয়ে সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় মা-বাবা ও আত্মীয়-স্বজন খুঁজতে থাকেন। একপর্যায়ে নজির হোসেনের বাড়ির পাশের একটি পাহাড় থেকে অতি বর্ষণে ধসে পড়া মাটির স্তূপের পাশে রবিউল হাসানের লুঙ্গি পড়ে থাকতে দেখেন। পরে ধসে পড়া মাটির নিচে তার মরদেহ পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি আবদুল হাই বলেন, বৃষ্টির সময় পাহাড়ের পাশে খেলতে গিয়ে শিশুটি মাটিচাপা পড়ে মারা গেছে। রাত ৯টার দিকে ধসে পড়া পাহাড়ের মাটির নিচে তার মরদেহ পাওয়া যায়। গত বছরও একই এলাকায় পাহাড়ধসে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছিল। ইউনিয়ন পরিষদ থেকে ইতোমধ্যে লোকজনকে পাহাড়ধসের বিষয়ে সতর্ক করে মাইকিং করা হয়েছে। তবু অসচেতনতার কারণে অনাকাঙ্ক্ষিতভাবে এসব ঘটনা ঘটছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, অতিবৃষ্টির কারণে পাহাড়ধসের আশঙ্কা থাকায় এলাকার জনগণকে পাহাড়ি এলাকা থেকে সরে যাওয়ার জন্য রাতে মাইকিং করা হয়েছে। 

/জেজে/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?