X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

নবীগঞ্জ-হবিগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

ছনি চৌধুরী, হবিগঞ্জ
২৯ জুলাই ২০২২, ১৬:০১আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৬:০১

মালিক-শ্রমিক বিরোধের জের ও অটোরিকশা চলাচলের প্রতিবাদে নবীগঞ্জ-হবিগঞ্জ রুটে ১৬ দিন ধরে বাস চলাচল বন্ধ রেখেছে হবিগঞ্জ বাস মালিক সমিতি। এতে চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। 

জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিকশার জন্য ঠিকমতো গাড়ি চালাতে না পারা, কাঙ্ক্ষিত যাত্রী না পাওয়ায় অভিযোগ এবং মালিকদের সঙ্গে গাড়ি চালানোর আয়-ব্যয়ের বিরোধ চলছে। এসব বিষয়কে কেন্দ্র করে গত ১৪ জুলাই থেকে কোনও ধরনের নোটিশ ছাড়াই গাড়ি চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিক সমিতি।

মালিকদের না বলে বাস বন্ধ করে দেওয়ায় দুই পক্ষের টানাপড়েনে ১৬ দিনেও চালু হয়নি নবীগঞ্জ-হবিগঞ্জ রুটের বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এই রুট দিয়ে প্রতিদিন ২০ থেকে ৩০ হাজার যাত্রী চলাচল করেন। কয়েক দফা বৈঠকের পরও আপস-মীমাংসা না হওয়ায় আজ পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে বাস বন্ধ থাকায় শহরের আখড়া পয়েন্ট থেকে অবাধে অটোরিকশা চলাচল করছে। এই সুযোগে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা ভাড়া বাড়িয়ে দিয়েছে। ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের সঙ্গে চালকদের বাগ-বিতণ্ডা হচ্ছে। জেলা শহর কিবরিয়া ব্রিজ পয়েন্ট থেকে গত সোমবার পর্যন্ত অটোরিকশার ভাড়া ছিল ৫০ টাকা, ইমামবাড়ির ভাড়া ছিল ৩০ টাকা, এখন ৫০ ও ৭০ টাকা। এমনকি স্থানভেদে ১০ টাকা থেকে ২০ টাকা বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের।

কাসেম আহমেদ নামে এক যাত্রী বলেন, ‘কয়েকদিন আগেও হবিগঞ্জ থেকে নবীগঞ্জ শহরের এসেছি ৫০ টাকা ভাড়া দিয়ে। কিন্তু আজ “গ্যাস বন্ধ তেলে চলতে হয়” অজুহাতে ভাড়া দিতে হয়েছে ৭০-৮০ টাকা। এছাড়া অটোরিকশা ভাড়াও নিয়ন্ত্রণহীন। বিকল্প কোনও মাধ্যম না থাকায় বাধ্য হয়ে যেতে হচ্ছে বেশি ভাড়া দিয়ে।’

লায়লা বেগম নামে এক যাত্রী বলেন, ‘আমি প্রায় দিন হবিগঞ্জ-নবীগঞ্জ রুটে বাস দিয়ে যাতায়াত করি, হঠাৎ করে বাস বন্ধ করে দেয়ায় আমার মতো সংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েছেন।’

নবীগঞ্জ-হবিগঞ্জ রুটের বাস শ্রমিক সমিতির সভাপতি আব্দুস সামাদ জানান, অটোরিকশার জন্য তারা ঠিকমতো গাড়ি যেমন চালাতে পারছেন না। সেভাবে আয় না হওয়ায় ছেলেমেয়েদের নিয়ে না খেয়ে থাকতে হচ্ছে। এমনকি তাদের মালিক পক্ষ থেকে কোনও ধরনের সহযোগিতা না করায় বাস চালানো সম্ভব হচ্ছে না। এ কারণে তারা বাস বন্ধ করে দিয়েছেন।

হবিগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদাক সজীব আলী বলেন, ‘আঞ্চলিক সড়কে অটোরিকশা বন্ধ করা হচ্ছে না। দূরপাল্লার বাস চালিয়ে শ্রমিকরা পেটের ভাত জোগাতে না পারলে বাস চালিয়ে কী করবে? এ বিষয়ে মালিক শ্রমিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।’

হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শংঙ্কর শুভ রায় বলেন, ‘আমরা শিগগিরই শ্রমিকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি। তবে প্রশাসন অটোরিকশা বন্ধ না করলে এই রুটটি চালু রাখা আমাদের জন্য কষ্ট সাধ্য হবে।’

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন, ‘বাস বন্ধের বিষয়ে মালিক-শ্রমিক কোনও পক্ষই আমার সঙ্গে এখনও যোগাযোগ করেনি। তবে বিষয়টি আমি দেখছি, যাতে শিগগিরই বাস চলাচল চালু করা যায়।’

/এসএইচ/
সম্পর্কিত
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
সর্বশেষ খবর
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
লোকসভা নির্বাচন: প্রথম ধাপে পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট আজ
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন