X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চিকিৎসা বন্ধ রেখে হাসপাতালে ভূরিভোজের আয়োজন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ আগস্ট ২০২২, ০২:৪৩আপডেট : ১২ আগস্ট ২০২২, ১০:৫৫

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর একজন নেতাকে আরএমও হিসেবে পদায়ন করা হয়েছে। আরএমও হিসেবে পুনরায় তার হাসপাতালটিতে যোগদানকে কেন্দ্র করে চিকিৎসা সেবা বন্ধ করে হাসপাতালে ভূরিভোজের আয়োজন করার অভিযোগ উঠেছে।

পদোন্নতি পাওয়া ওই আবাসিক মেডিকেল অফিসার অবশ্য দাবি করেছেন, জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতি সভা শেষে দুপুরের পর এই আয়োজন করা হয়েছে। তখন হাসপাতালে চিকিৎসা নিতে আসা কোনো রোগী ছিল না বলে দাবি করেন তিনি।

একাধিক সূত্র নিশ্চিত করেছে, আবাসিক চিকিৎসক পদে ওই চিকিৎসকের পদায়নকে কেন্দ্র করে হাসপাতালের দ্বিতীয় তলায় বহির্বিভাগের বারান্দায় এই ভূরিভোজের আয়োজন করা হয়। ফলে নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টাখানেক আগেই চিকিৎসকদের চেম্বারগুলো বন্ধ করে দেওয়া হয়। এতে দূর দূরান্ত থেকে আসা রোগীরা বিপাকে পড়েন।

হাসপাতালের একাধিক সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার ৩৩ লাখ মানুষের চিকিৎসা সেবা গ্রহণের অন্যতম প্রধান হাসপাতাল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল। এই হাসপাতালের সাবেক মেডিকেল অফিসার ও জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতা ফাইজুর রহমান ফয়েজ সম্প্রতি আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পদে পদায়ন হয়ে আবারও এই হাসপাতালে যোগদান করেছেন। বৃহস্পতিবার হাসপাতালের সব চিকিৎসক ও স্টাফদের ভূরিভোজের আয়োজন করেন ডা. ফাইজুর রহমান ফয়েজ। আয়োজনকে কেন্দ্র করে দুপুর সাড়ে ১২টা থেকে হাসপাতালের দ্বিতীয় তলায় চিকিৎসকদের চেম্বার বন্ধ করে দিয়ে সেখানে চেয়ার, টেবিল বসিয়ে খাবারের আয়োজন করা হয়। দুপুর ১টা থেকে একে একে সব চিকিৎসক ও হাসপাতালের স্টাফরা এতে অংশ নেন।

সিভিল সার্জন ডা. একরামউল্লাহ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহীদুজ্জামান, জেলা বিএমএ ও স্বাচিপ নেতা ডা. আবু সাঈদ, ডা.শাহ আলম, জেলা সিভিল সার্জন অফিসের স্টাফ এবং অন্যান্য হাসপাতালে কর্মরত চিকিৎসকরা ভূরিভোজের অংশগ্রহণ করেন। নিয়ম অনুযায়ী, বহির্বিভাগে সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রোগী দেখার কথা। তবে সেটি ব্যাহত হয় খাবারের আয়োজনের কারণে। চিকিৎসা সেবা বন্ধ করে ভূরিভোজের আয়োজন করায় বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠে।

সদর উপজেলার সুহিলপুরের আসমা বেগম নামের এক রোগী সাংবাদিকদের বলেন, সকালে ১১৬ নম্বরে ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছিলেন। রিপোর্ট নিয়ে এসে দেখি দোতলার সব রুম বন্ধ। ডেকোরেশনের লোকজন চেয়ার সাজাচ্ছিলেন। ডাক্তার কোথায় আছেন, হাসপাতালের এক স্টাফের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্যার ব্যস্ত আছেন।

পূর্বপাইক পাড়ার বাসিন্দা নীপা সাহা বলেন, পায়ের আঙ্গুলের সমস্যা নিয়ে দুপুরে হাসপাতালে গিয়েছিলাম। গিয়ে দেখি খাবারদাবারের বিরাট আয়োজন। তাই চলে এসেছি। পরে আবার যাবো।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ফাইজুর রহমান ফায়েজ বলেন, জাতীয় শোক দিবসের প্রস্ততি সম্পর্কে আলোচনা হয়েছে। সেটা হয়েছে দুপুর ২টার পর। পরে চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে আমরা দুপুরের খবার সবাই একসঙ্গে খেয়েছি। এটাকে কেউ কেউ ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। খাবারের কারণে হাসপাতালের চিকিৎসা সেবা ব্যাহত হয়নি বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহিদুজ্জামানের ফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেলা সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ ভূরিভোজে অংশগ্রহণের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি আমন্ত্রিত অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলাম। আমরা হাসপাতালের সভাকক্ষে খাওয়া-দাওয়া করেছি। সেটি দুপুরের পর। এ সময় তো কোন রোগী আসেনি। তাই চিকিৎসা সেবা ব্যাহত হয়েছে বলে কেউ অভিযোগ করেনি।’

ব্রাহ্মণবাড়িয়া সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি অ্যাডভোকেট আব্দুন নূর জানান, বিষয়টি দুঃখজনক। নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী। আমি মনে করি, স্বাস্থ্য বিভাগ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। অন্যথায় এমন ঘটনা অব্যাহত থাকবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়