X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ছুরিকাঘাতে আহত শ্রমিকের মৃত্যু, খাতুনগঞ্জে পণ্য ওঠানামা বন্ধ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ অক্টোবর ২০২২, ১৩:৫১আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৩:৫১

চট্টগ্রামের খাতুনগঞ্জে ছুরিকাঘাতে আহত শ্রমিক মাসুদ মাঝি (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) তার মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়ার পর দেশে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি মোকাম খাতুনগঞ্জে পণ্য ওঠানামা বন্ধ রেখে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

মাসুদ মাঝি ভোলার দৌলতখান থানার চরখলিফা ইউনিয়নের মো. বেলায়েত হোসেন বেপারির ছেলে। গত সোমবার সন্ধ্যায় তাকে ছুরিকাঘাত করেছিল দুর্বৃত্তরা।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার সন্ধ্যায় মাসুদ নামে এক শ্রমিককে আহতাবস্থায় হাসপাতালে আনা হয়। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে তার মৃত্যু হয়েছে।

বৃহত্তর খাতুনগঞ্জ মালামাল লোডিং-আনলোডিং শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক আবদুল কাদির গণ্যমাধ্যমকে বলেন, সোমবার দুপুরে মাসুদের সঙ্গে তর্কে জড়ান রাসেল নামে এক পিকআপ ভ্যানের চালক। পরে সন্ধ্যার দিকে রাসেলের নেতৃত্বে মাসুদকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় রাসেলকে প্রধান আসামি করে মামলা হয়েছে। তাকে গ্রেফতারের দাবিতে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

তিনি আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যায় খাতুনগঞ্জের ব্যবসায়ী সমিতির আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। ৪৮ ঘণ্টার মধ্যে রাসেলসহ জড়িতদের গ্রেফতার করা না গেলে আবার কর্মসূচি ঘোষণা করা হবে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, ‌‘চিকিৎসাধীন অবস্থায় আহত পিকআপ ভ্যানচালক মারা গেছেন। প্রতিবাদে পণ্য ওঠানামা বন্ধ রেখেছেন শ্রমিকরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তিনটি টিম সকাল থেকে খাতুনগঞ্জে আছে। শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে।’

/এসএইচ/
সম্পর্কিত
রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার
বিখ্যাত চমচমের কারিগর শংকর সাহা মারা গেছেন
রাজধানীতে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যুর অভিযোগ
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন