X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আশুগঞ্জ থেকে জাতীয় গ্রিডে এলো আরও ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২২, ২২:১৭আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ২২:১৭

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নতুন বিদ্যুৎকেন্দ্রে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। এর মাধ্যমে দেশের জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। 

শনিবার (২৬ নভেম্বর) রাত থেকে জাতীয় গ্রিডে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ নিয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সক্ষমতা দাঁড়ালো ১৮০০ মেগাওয়াট।

রবিবার (২৭ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএমএম সাজ্জাদুর রহমান। 

তিনি বলেন, ‘শনিবার রাত থেকে বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ নিয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বিদ্যুতের সক্ষমতা দাঁড়ালো ১৮০০ মেগাওয়াটে। বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আরও নানামুখী উদ্যোগ নিয়েছি আমরা।’

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি সূত্রে জানা গেছে, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি নতুন ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (ইস্ট) থেকে গত জুন মাসের শেষের দিকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। প্রাথমিক পর্যায়ে বিদ্যুৎ উৎপাদন কম হলেও পর্যায়ক্রমে তা বাড়তে থাকে। আগামী ২০৩০ সালের মধ্যে এই কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছয় হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে অধিক গ্যাস ব্যবহারকারী ছোট ইউনিটগুলোর পরিবর্তে বৃহৎ ইউনিট স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক কমিটির সভায় কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (ইস্ট) নামে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। শনিবার রাত থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়।

আশুগঞ্জ পাওয়ার স্টেশন সূত্র জানায়, ২০১৮ সালের ২০ মার্চ সর্বনিম্ন দরদাতা হিসেবে চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন এবং চায়না ন্যাশনাল করপোরেশন ফর অভারসিস ইকোনোমিক্স কো-অপারেশন কনস্ট্রাকশন প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায়। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৮০.৩২৫ মিলিয়ন মার্কিন ডলার।

/এএম/

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!