X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৩, ১৮:৩৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৮:৩৮

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শুক্রবার (০৬ জুনায়রি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পরিষদ মিলনায়তনে কসবা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘সংবাদমাধ্যমের স্বাধীনতা বা বাক স্বাধীনতা হরণ করার এই আইনে কোনও কিছু নেই। স্বাধীন সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণের জন্য এটা করা হয়নি। সাইবার ক্রাইমকে রোধ করার জন্য এটি করা হয়েছে।’

মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি দুই নেতার জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘নিম্ন আদালতে আইন মন্ত্রণালয় কোনও হস্তক্ষেপ করে না। বিএনপির দুই নেতা মামলাটির নিম্ন আদালত জামিন হয়নি। সেখান থেকে তারা মহানগর দায়রা জজ আদালতে গিয়েছেন। সেখানে একটি জামিন আবেদন করেছেন। সেটি নিষ্পত্তি হওয়ার আগেই তারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। এ নিয়ে আইনের ব্যত্যয় হয়েছে। নজীর সৃষ্টি হয়েছে, যে কারণে অ্যাটর্নি জেনারেল আপিল বিভাগে গিয়েছেন। এ ব্যাপারে আগামী রবিবার আদেশ আসতে পারে।’

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গে  তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনা ঘটেছে তা আইনজীবীরা করতে পারেন না। আমি এটা বিশ্বাস করি না। বিচারকের সঙ্গে আইনজীবীদের ঘটে যাওয়া ভিডিওটি আমি দেখেছি। এ বিষয়টি সত্য হয়ে থাকে তাহলে আমি লজ্জিত ও দুঃখিত। আমি দেখেছি উচ্চ আদালত একটি রুল জারি করেছে। এটি আদালতের বিষয় এ নিয়ে আমি কোনোও কিছু বলবো না।’

কসবা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, পৌরসভার মেয়র এমজে হাক্কানী প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
মিয়ানমারের নির্বাচন নিয়ে যা বললেন জান্তা প্রধান
সেনেগালে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে আরও ৬ মাস
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়