X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

বিদিশাকে নিয়ে ‘মানহানিকর বক্তব্যের’ অভিযোগে চার জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ জানুয়ারি ২০২৩, ০১:৪০আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৫:৪৩

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদের মা বিদিশা সিদ্দিকাকে নিয়ে মানহানিকর বক্তব্যের অভিযোগে চার জনের বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালরে বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করেন মো. মোরশেদ সিদ্দিকী নামে এক ব্যক্তি। তিনি মামলার আরজিতে নিজেকে ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার’ চট্টগ্রামের আহ্বায়ক হিসেবে উল্লেখ করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন, এরশাদ ট্রাস্টের সাবেক চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ, ট্রাস্টের সাবেক সদস্য শামসু জামান মুকুল, ফখরুজ্জামান জাহাঙ্গীর এবং অ্যাডভোকেট কাজী রোবায়েত হাসান।

আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে নির্দেশ প্রদান করেন। আগামী ৬ এপ্রিল এ বিষয়ে প্রতিবেদন প্রদান করতে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জানুয়ারি ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে কাজী মামুনুর রশীদ এবং বাকি তিন জন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। এসময় কাজী মামুনুর রশীদ বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে মা বিদিশা সিদ্দিকের কাছে এরিক এরশাদ নিরাপদ নন। বিদিশা সিদ্দিক অর্থের লোভে প্রেসিডেন্ট পার্কে অনুপ্রবেশ করেছেন। একই সঙ্গে এরিক এরশাদ শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মানসিকভাবে সুস্থ। তাকে মুক্তভাবে চলাফেরা করতে দিতে হবে।’

মামলার বাদী মোরশেদ সিদ্দিকী তার অভিযোগে বলেন, ‘এই বক্তব্য সঠিক নয়। ভিত্তিহীন অভিযোগ করে তারা ম্যাডাম বিদিশা সিদ্দিকাকে মানহানি করায় আমি সংক্ষুব্ধ। এ কারণে মামলাটি দায়ের করেছি।’

মামলায় চার জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) এবং ২৯(১) ধারায় অভিযোগ করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন