X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শীতে রায়পুরের হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে শিশু-বৃদ্ধ রোগীর

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৪, ১৬:৪৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৭:১০

লক্ষ্মীপুরের রায়পুরে গত ৫ দিনের শীতের তীব্রতায় নাকাল হয়ে পড়েছে জনজীবন। শীতজনিত নানান রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধ রোগীরা। শীতের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা। চরাঞ্চলের শিশু-বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন বেশি।

সরেজমিনে রবিবার (১৪ জানুয়ারি) সকালে রায়পুর সরকারি হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগ ও অন্যান্য বিভাগের সামনে রোগীদের ভিড়। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন ১০-১৫ নবজাতক, শিশু ও বৃদ্ধরা ভর্তি হচ্ছেন। যা শিশু ওয়ার্ডের ধারণক্ষমতার দ্বিগুণের বেশি। এসব শিশুর মধ্যে কেউ কেউ কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর-ডায়রিয়ায় আক্রান্ত।

হাসপাতালে ভর্তি হওয়ার পর অনেকে সুস্থ হয়ে উঠলেও অনেক নবজাতকের গুরুতর অবস্থাও দেখা গেছে। শিশু ও বৃদ্ধরা হঠাৎ করে অসুস্থ হওয়ায় দিশেহারা পরিবার ও অভিভাবকরা। এই শীতে মেঘনার চরাঞ্চলের অসহায় গরিব মানুষ বেশি ঠান্ডা ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৭ দিনে রায়পুর হাসপাতালে ১৪৭ জন রোগী ভর্তি করা হয়েছে। তার মধ্যে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৫২ জন। এর মধ্যে ডায়রিয়া ওয়ার্ডে ২১ শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

এদিকে, তীব্র শীতে রায়পুরে ভোর ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাসাবাড়িতে গ্যাসের চাপ কম থাকছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। বিষয়টি জানতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

রায়পুর সরকারি হাসপাতালে শিশু ডাক্তার মামুনুর রশীদ পলাশ বলেন, ‘হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় শিশুদের সর্দি-কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর ও ভাইরাসজনিত কারণে ডায়রিয়া দেখা দিচ্ছে। এজন্য শীতে শিশুদের সঙ্গে বৃদ্ধদেরও বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। এতে তাদের নানান ধরনের রোগ থেকে রক্ষা করা সম্ভব হবে।’

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাহারুল আলম বলেন, ‘ঠান্ডার কারণে শিশু রোগীর চাপ বেড়েছে। হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে।’ শিশুদের পাশাপাশি বৃদ্ধদেরও গরম কাপড় পরিধান করানো, অভিভাবকদের সচেতন ও ঠান্ডা এড়িয়ে চলার পরামর্শ দেন এ চিকিৎসক।

/কেএইচটি/
সম্পর্কিত
‘যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে সামাজিক কুসংস্কার’
গরমে বাড়ছে নানা রোগ, চাপে আছে হাসপাতালগুলো
গরম থেকে বাঁচতে ভ্রাম্যমাণ শরবতের দোকানে ভিড়
সর্বশেষ খবর
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
অসংক্রামক রোগে মরছে ৭০ শতাংশ মানুষ, বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ