X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঈদযাত্রা: চট্টগ্রাম থেকে তিন রুটে চলবে ৪ জোড়া স্পেশাল ট্রেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ মার্চ ২০২৪, ১৩:০০আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৩:০০

এবার ঈদযাত্রায় চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে চলাচল করবে চার জোড়া স্পেশাল ট্রেন। এসব ট্রেন ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের একদিন পর থেকে পাঁচ দিন পর্যন্ত চলাচল করবে। এবারই প্রথম চট্টগ্রাম-কক্সবাজার রুটে ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। এসব ট্রেন প্রথমবারের মতো চট্টগ্রাম-কক্সবাজার স্টেশনের মাঝখানে আটটি স্টেশনে থামবে।

শুক্রবার (২৯ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (পূর্ব) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে চলাচল করবে চার জোড়া বিশেষ ট্রেন। এরমধ্যে দুই জোড়া চলবে চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে, ময়মনসিংহ রুটে চলবে এক জোড়া এবং কক্সবাজার রুটে চলাচল করবে আরও এক জোড়া ট্রেন।’

রেলওয়ে সূত্র জানিয়েছে, চাঁদপুর রুটে প্রথম ঈদ স্পেশাল-১ ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে বেলা সাড়ে ১১টায়। চাঁদপুর পৌঁছাবে বিকাল ৪টা ২৫ মিনিটে। ঈদ স্পেশাল-২ ট্রেনটি চাঁদপুর থেকে ছাড়বে ভোর রাত ৩টা ৩০ মিনিটে। চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৮টা ১০ মিনিটে। ঈদ স্পেশাল ট্রেন-৩ চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছাড়বে বিকাল ৩টা ২০ মিনিটে। চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ১৫ মিনিটে। ঈদ স্পেশাল-৪ ট্রেনটি চাঁদপুর থেকে ভোর ৬টায় ছেড়ে চট্টগ্রামে পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।

চট্টগ্রাম-চাঁদপুর রুটে ৫ এপ্রিল থেকে স্পেশাল ট্রেন-১, ২, ৩, ও ৪ ঈদের আগের দিন পর্যন্ত চলাচল করবে। পুনরায় ঈদের একদিন পর থেকে পাঁচ দিন পর্যন্ত চলাচল করবে। এর মধ্যে চাঁদপুর স্পেশাল ট্রেন-১ ও ২ চট্টগ্রাম থেকে ছেড়ে পাহাড়তলী, ফেনী, লাঙ্গলকোট, লাকসাম, চিতোষী রোড, মেহের, হাজীগঞ্জ, মধুরোড ও চাঁদপুর কোর্টে থামবে।

একইভাবে চাঁদপুর স্পেশাল-৩ ও ৪ চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে পাহাড়তলী, ফেনী, হাসানপুর, লাঙ্গলকোট, লাকসাম, চিতোষী রোড, শাহরাস্তি, মেহের, হাজীগঞ্জ, বলাখাল, মধুরোড, শাহাতলী ও চাঁদপুর কোর্টে থামাবে।

এদিকে, চট্টগ্রাম ময়মনসিংহ রোডে চলবে এক জোড়া স্পেশাল ট্রেন। এরমধ্যে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশে রাত ৮টায় ছাড়বে। ময়মনসিংহে পৌঁছাবে পরদিন ভোর ৪টায়। ট্রেনটি ময়মনসিংহ থেকে ছাড়বে সকাল ৯টায়। চট্টগ্রাম পৌঁছাবে সন্ধ্যা ৫টায়। ট্রেনটি ফেনী, লাকসাম, কুমিল্লা, আখাউড়া, ভৈরববাজার, কিশোরগঞ্জ, গৌরীপুর ও ময়মনসিংহে থামাবে।

এ ছাড়া প্রথমবারের মতো চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করবে আরও এক জোড়া স্পেশাল ট্রেন। ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে সকাল ৭টায় ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ১০টা ২০ মিনিটে। কক্সবাজার থেকে ট্রেনটি ছাড়বে সন্ধ্যা ৭টায়। চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৫ মিনিটে। স্পেশাল ট্রেনটি ষোলশহর, জানআলীহাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলহাজারা ও রামু স্টেশনে থামবে।     

ইতোমধ্যে ঈদ উপলক্ষে ট্রেনযাত্রীদের জন্য ২৪ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আগামী ৩০ মার্চ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি চলবে। ২৪ মার্চ বিক্রি করা হয় ৩ এপ্রিলের টিকিট। আগামী ৩০ মার্চ বিক্রি করা হবে ৯ এপ্রিলের অগ্রিম টিকিট।

একইভাবে ৩ এপ্রিল থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হয়ে চলবে ৯ এপ্রিল পর্যন্ত। ৩ এপ্রিল দেওয়া হবে ১৩ এপ্রিলের ফিরতি টিকিট এবং ৯ এপ্রিল দেওয়া হবে ১৯ এপ্রিলের ফিরতি টিকিট। এবার শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
সর্বশেষ খবর
রাফাহ শহরে নতুন করে  ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
রাফাহ শহরে নতুন করে ইসরায়েলি হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৯ এপ্রিল, ২০২৪)
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ