X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২
মাছ ধরায় নিষেধাজ্ঞা

টেকনাফে ১০ হাজার জেলে পরিবারে দুর্দিন, ২১ দিনেও পাননি ভিজিএফের চাল

আব্দুর রহমান, টেকনাফ
০৭ মে ২০২৫, ০৮:০১আপডেট : ০৭ মে ২০২৫, ০৮:০১

সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞার ২১ দিন পার হলেও কক্সবাজারের টেকনাফ উপকূলীয় এলাকার ১০ হাজার ৬৮৩ জন নিবন্ধিত জেলে এখনও ভিজিএফের খাদ্যসহায়তা (চাল) পাননি। নিষেধাজ্ঞা থাকায় সমুদ্রে মাছ ধরতে পারছেন না তারা, ফলে আয়রোজগার বন্ধ। এ অবস্থায় পরিবার নিয়ে বিপাকে পড়েছেন এসব জেলে। কীভাবে সংসার চলবে, সেই দুশ্চিন্তায় আছেন দ্বীপের জেলেরা। অনেকে কষ্টে দিনাতিপাত করছেন।

টেকনাফ উপকূলের বাসিন্দা মুহাম্মদ আমিন (৪৮) ছেলেবেলা থেকেই সমুদ্রে মাছ ধরেন। তার আট সদস্যের পরিবারে দৈনিক অন্তত চার কেজি চাল লাগে। হিসাবে মাসে চাল লাগে ১২০ কেজি। তিন বেলা কোনোভাবে খাওয়ার জন্য চালের পাশাপাশি ডাল, আলু, শাকসবজি ও পেঁয়াজ-তেলসহ অন্যান্য জিনিসের দরকার হয়। জিনিসপত্রের ঊর্ধ্বগতির বাজারে স্বাভাবিক সময়ে এগুলোও জোগাড় করতে হিমশিম খেয়ে যান আমিন। আর এখন নিষেধাজ্ঞার কারণে আয়রোজগার বন্ধ। বাধ্য হয়ে ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে তাকে। মাছ ধরা ছাড়া অন্য কিছু শেখেননি। এ অবস্থায় ভিজিএফের চাল না পাওয়ায় কষ্টে দিন কাটছে তার পরিবারের।

স্থানীয় মৎস্য বিভাগ সূত্র জানায়, টেকনাফ উপজেলায় নিবন্ধিত (কার্ডধারী) জেলে ১০ হাজার ৬৮৩ জন। এসব জেলের এক হাজার ৪০০টি নৌযানের ওপরও নিষেধাজ্ঞা প্রযোজ্য। জেলেদের বেশিরভাগই টেকনাফ মেরিন ড্রাইভ ঘাট এলাকার বাসিন্দা। তবে নাফ নদে মাছ ধরায় নিষেধাজ্ঞা নেই। মাছ ধরা বন্ধের সময়ে কর্মসূচির আওতায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বরাদ্দ করা ভিজিএফের চাল পান এসব জেলে। তবে এ বছর এখনও বরাদ্দ আসেনি। এজন্য জেলেদের চাল দেওয়া সম্ভব হয়নি। আশা করছি, দ্রুত বরাদ্দ আসবে।

জেলেদের এক হাজার ৪০০টি নৌযানের ওপরও নিষেধাজ্ঞা প্রযোজ্য

মৎস্য অধিদফতরের কর্মকর্তারা জানান, মাছের বংশবিস্তার, বেড়ে ওঠা ও টেকসই আহরণের জন্য বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশ সরকার বছরের নির্দিষ্ট একটি সময়ে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয়। প্রতি বছর বাংলাদেশের জলসীমায় এ নিষেধাজ্ঞা থাকে ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন। আর ভারতের জলসীমায় তা থাকে ১৫ এপ্রিল থেকে ১৪ জুন (৬১ দিন)। এ বছর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ৬৫ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিন্যাস করেছে সরকার। এতে সময়সীমা কমিয়ে ৫৮ দিন নির্ধারণ করার পাশাপাশি নিষেধাজ্ঞার সময় ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রায় একই সময়ে করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন নির্ধারণ করা হয়। একই সময়ে নিষেধাজ্ঞা থাকছে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও। এক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞো বলবৎ থাকার দুদিন আগে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। 

এই হিসাবে গত ১৫ এপ্রিল থেকে শুরু হয় নিষেধাজ্ঞা। এর মধ্যে ২১ দিন অতিবাহিত হলেও ভিজিএফ কর্মসূচির আওতায় এখনও চাল পাননি টেকনাফের জেলেরা। 

মেরিন ড্রাইভে সমুদ্রের তীরে দাঁড়িয়ে দুশ্চিন্তার কথা জানিয়ে মুহাম্মদ আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাছ ধরায় নিষেধাজ্ঞা মানে আয়রোজগার বন্ধ। নিষেধাজ্ঞার পুরো সময়টাতে খাদ্য সহায়তা হিসেবে ৮৬ কেজি চাল দেওয়া কথা থাকলেও এবার এখনও পাইনি। ফলে কষ্টের মধ্য দিয়ে দিন পার করছি। অন্তত চাল পেলে কোনোমতে সংসার চলতো। এ সময়ে সংসার চালাতে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে হয়। কারণ আশপাশে যেসব জেলে পরিবার, তাদের ধার দেওয়ার মতো কোনও অবস্থা নেই। সবাই আমার মতো।’

সেন্টমার্টিন দ্বীপের জেলে মোহাম্মদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার এক সন্তান এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। আরেকজন পড়ালেখা করছে। খরচ চালাতে হিমশিম খাচ্ছি। এমন পরিস্থিতিতে অনেক সময় না খেয়ে থাকতে হচ্ছে। সাগরে মাছ ধরে কোনও রকমে সংসার চলে। কোনও সঞ্চয় নেই। তার ওপর এবার নিষেধাজ্ঞায় সময়ে চাল দেওয়া হয়নি এখনও। ৫৮ দিন কীভাবে চলবো, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।’

তিনি বলেন, ‘মাছ ধরা আর পর্যটনকেন্দ্রিক ব্যবসা দিয়ে জীবন চলে দ্বীপের বাসিন্দাদের। কিন্তু বর্তমানে দুটিই বন্ধ। ফলে কষ্টে দিন কাটছে দ্বীপের অনেক বাসিন্দার।’

টেকনাফের মৎস্য আড়তদার ও ট্রলার মালিক সৈয়দ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত পাঁচ মাসে মাছ ধরতে যাওয়া দেড়শ জেলেকে অপহরণ করে নিয়ে যায় আরাকান আর্মি। সশস্ত্র এই গোষ্ঠীর তৎপরতার কারণে নাফ নদে মাছ ধরা বন্ধ করে দিয়েছেন কয়েক হাজার জেলে। দেশটিতে সংঘাতের কারণে আমাদের জেলেদেরও দুর্দিন যাচ্ছে। এখন চলছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। সামনে কোরবানির ঈদ। জেলে পরিবারে দুর্দিন চলছে। সরকারি নির্দেশ মেনে তারা যেন মাছ শিকারে না যান, সেজন্য অনুরোধ করা হয়েছে। সে অনুরোধ রেখেছেন জেলেরা। কিন্তু এখনও ভিজিএফের চাল না পেয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন তারা।’

গত ১৫ এপ্রিল থেকে শুরু হয় নিষেধাজ্ঞা

সৈয়দ আলম জানান, সোমবার বিকালে মেরিন ড্রাইভ সড়কে বিক্ষোভ করেছেন একদল জেলে। এতে শতাধিক জেলে অংশ নেন। এ সময় তারা ভিজিএফের চাল দ্রুত দেওয়ার দাবি জানান। 

ভিজিএফের চাল কবে দেওয়া হবে জানতে চাইলে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার নিষেধাজ্ঞা কমিয়ে ৫৮ দিন করা হয়েছে। তবে জেলেদের এখনও ভিজিএফের চাল দেওয়া সম্ভব হয়নি। কারণ এখন পর্যন্ত কোনও বরাদ্দ আসেনি। সেটি মৎস্য অধিদফতরের কর্মকর্তাদের জানিয়েছি। বরাদ্দ পাওয়ার সঙ্গে সঙ্গে জেলেদের চাল পৌঁছে দেওয়া হবে। আর নিষেধাজ্ঞা চলায় চোরাকারবারিরা সমুদ্র দিয়ে মাদক পাচার করতে পারছে না। এজন্য জেলেদের উসকানি দিয়ে সোমবার বিক্ষোভ করিয়েছে। জেলেদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি আমরা।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘কোনও চোরাকারবারি যাতে কোনও কিছু পাচার করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। পাশাপাশি জেলেদের চাল না পাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত তাদের চাল দেওয়ার চেষ্টা করছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
ডিবির হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভোক্তার খাদ্য নিরাপত্তার পাশাপাশি কৃষকের স্বার্থও দেখতে হবে: ফরিদা আখতার
পরিবারসহ বিমান বাহিনীর সাবেক প্রধানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২
নাগরিক ঐক্যের ব্যানারে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, আটক ২
বিআরটিএর কার্যালয়ে দুদক কর্মকর্তার কাছে চাইলো ঘুষ, পেলো ১৫ দিনের কারাদণ্ড
বিআরটিএর কার্যালয়ে দুদক কর্মকর্তার কাছে চাইলো ঘুষ, পেলো ১৫ দিনের কারাদণ্ড
দিল্লিতে সেদিকুল্লাহ, বেঙ্গালুরুতে মায়াঙ্ক
দিল্লিতে সেদিকুল্লাহ, বেঙ্গালুরুতে মায়াঙ্ক
নারী অভিবাসীদের সুরক্ষা ও কল্যাণে সমন্বিত উদ্যোগ জরুরি
নারী অভিবাসীদের সুরক্ষা ও কল্যাণে সমন্বিত উদ্যোগ জরুরি
সর্বাধিক পঠিত
বন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইনবন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা