X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

নাসিক নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে ভিন্নমত প্রার্থীদের

তানভীর হোসেন, নারায়ণগঞ্জ
২৯ নভেম্বর ২০১৬, ১৯:৪৭আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৯:৪৭

নাসিক নির্বাচন আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আট মেয়র প্রার্থীর  বক্তব্যে ভিন্নমত রয়েছে। বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে কেউ কেউ বলেছেন, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, তাই সেনা মোতায়েন জরুরি। কয়েকজন প্রার্থী বলছেন, এখনও সেনা মোতায়েনের পরিস্থিতি তৈরি হয়নি।

নির্বাচনের রিটার্নিং অফিসারও জানিয়েছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে। আপাতত সেনা মোতায়েনের  কোনও প্রয়োজন নেই।

রবিবার (২৭ নভেম্বর) ছিল মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করা ৯ জনের যাচাই-বাছাই। এতে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী নেতা সুলতান মাহমুদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

সেনা মোতায়েন চেয়ে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেন, ‘এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। নারায়ণগঞ্জে অনেক বৈধ অস্ত্র আছে যা এখনও উদ্ধার করা হয়নি। এসব অস্ত্র  প্রভাব বিস্তার, ভয়ভীতি দেখানোর জন্য ব্যবহার করা হয়। তাই নির্বাচন সুষ্ঠু করতে হলে সেনা মোতায়েন করতে হবে।’

এলডিপির প্রার্থী কামাল প্রধান বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার জন্য সেনা মোতায়েন করা প্রয়োজন।’

ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘নারায়ণগঞ্জ নিয়ে সবাই আতঙ্কগ্রস্ত। আমিও সেনা মোতায়েন চাই। অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো যেন ব্যালট আগেভাগে ভরে না ফেলে সেজন্য ব্যবস্থা নিতে হবে।’

তবে সেনা মোতায়েন প্রয়োজন নেই বলে মনে করেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। আমি এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই নির্বাচন করতে চাই। এখনই সেনা মোতায়েনের কোনও প্রয়োজন দেখছি না। লাখো জনতাই আমার সেনাবাহিনী।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের মোসলেম উদ্দিন বলেন, ‘এই মুহূর্তে সেনবাহিনীর প্রয়োজন নেই। তবে সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রয়োজন হলে সেক্ষেত্রে সেনা মোতায়েন করতে হবে।’

সেনাবাহিনী ইস্যুতে মন্তব্য করতে রাজী নন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী মাহাবুবুর রহমান ইসমাইল। তবে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ ইতোমধ্যে সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে। তাই আগে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে হবে।’

বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদাউস বলেন, ‘উৎসবমুখর পরিবেশে যেন ভোট অনুষ্ঠিত হয় সেই ব্যবস্থা রাখতে হবে। ভোটারদের ভোট প্রয়োগে অধিকার দিতে হবে।’

ইসলামী ঐক্যজোটের মুফতি এজাহরুল হক বলেন, ‘নারায়ণগঞ্জে নির্বাচনের সুন্দর পরিবেশ রয়েছে। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে সর্বোপরি সহযোগিতা প্রয়োজন।’

এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৭৪টি ভোট কেন্দ্রই অতি ঝুঁকিপূর্ণ উল্লেখ করলেও ভোটের সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতিতে এখনই সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার। তিনি বলেন, ‘এ প্রথম দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে সে কারণেই সেটা একটি বড় চ্যালেঞ্জ। এ নির্বাচনের পরিবেশ এখনও ভালো আছে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ ওঠেনি। এমন পরিস্থিতি বিরাজমান থাকলে সেনাবাহিনীর প্রয়োজন হবে না। আমার দৃষ্টিতে ১৭৪টি ভোট কেন্দ্রের একটি কেন্দ্রও নিরাপদ নয়। শুধু ঝুঁকিপূণ নয় অতি ঝুঁকিপূর্ণ। এর বলার অর্থ হলো যাতে প্রয়োজনের চেয়ে বেশি জনবল পাই। আমি চাই নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়।’

আরও পড়ুন- 

নাসিক নির্বাচনে সেনা চেয়ে ইসিকে বিএনপির চিঠি
ভয় পাবেন না: আইভী

/এআর/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে