X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জামিন পেলেন টাম্পাকো মালিক

গাজীপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৬, ১৭:৩৪আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১৮:০৯

জামিন পেলেন টাম্পাকো মালিক
গাজীপুরের টঙ্গীতে টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় করা দুই মামলায় মালিক সৈয়দ মকবুল হোসেন অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। বুধবার বিকালে গাজীপুর জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হকের আদালতে তিনি ও কারখানার পাঁচ কর্মকর্তা আদালতে আত্মসমপর্ণ করেন। শুনানি শেষে আদালত সৈয়দ মকবুল হোসেনকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন দেন এবং পাঁচ কর্মকর্তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

যাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে তারা হলেন মালিকের ছেলে ও কারখানার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর হোসেন, মহা ব্যবস্থাপক (এমডি) সফিকুর রহমান, উপ মহা ব্যবস্থাপক (ডিএমডি) সাফিউস সামি আলমগীর, ব্যবস্থাপক (প্রশাসন) মনিরুজ্জামান, ব্যবস্থাপক (প্রশাসন ও আইন) আবু হানিফ।

গাজীপুর আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় টঙ্গী থানায় দুটি মামলা রুজু হয়। ওই দুই মামলায় কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেনসহ কারখানার ছয় কর্মকর্তাকে গত ২৩ নভেম্বর এক সপ্তাহের মধ্যে জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী কারখানার মালিকসহ ছয় কর্মকর্তা আজ আত্মসমপর্ণ করেন। শুনানি শেষে আদালত কারখানার চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেনকে অন্তর্বর্তীকালীন জামিন এবং পাঁচ কর্মকর্তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকায় টাম্পাকো ফয়েলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৩৯ জন নিহত হন। আহত হন আরও  অন্তত ৪০ জন। ওই ঘটনার দুইদিন পর টঙ্গী থানায় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দুটি মামলা করা হয়।

প্রথম মামলা:

টাম্পাকোয় অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ সেপ্টেম্বর রাতে টঙ্গী থানায় প্রথম মামলাটি দায়ের করা হয়। অগ্নিকাণ্ডে নিহত শ্রমিক জুয়েলের বাবা আবদুল কাদের বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় কারখানা মালিক মকবুল হোসেনকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করা হয়। মামলার অপর ছয় আসামি হলেন- মকবুল হোসেনের স্ত্রী পারভিন, কারখানার ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, জেনারেল ম্যানেজার সফিকুর রহমান, ম্যানেজার (প্রশাসন) মনিরুজ্জামান, ম্যানেজার (সার্বিক) সমির আহমেদ, ম্যানেজার হানিফ ও ডিএমডি আলমগীর হোসেন।

দ্বিতীয় মামলা:

অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বিতীয় মামলাটি করেন টঙ্গী থানার উপ পরিদর্শক অজয় চক্রবর্তী। ১৭ সেপ্টেম্বর রাতে কারখানা মালিক সৈয়দ মকবুল হোসেনসহ এতে ১০ জনকে অভিযুক্ত করা হয়। এ মামলায় মকবুল হোসেন ছাড়া অন্য অভিযুক্তরা হলেন মকবুল হোসেনের স্ত্রী পারভিন, কন্যা হাবিবা, জামাতা সফিউদ্দিন, কারখানার ব্যবস্থাপনা পরিচালক তানভির আহমেদ, জেনারেল ম্যানেজার সফিকুর রহমান, ম্যানেজার (প্রশাসন) মনির হোসেন, ম্যানেজার (সার্বিক) সমির আহমেদ, ম্যানেজার হানিফ ও ডিএমডি আলমগীর হোসেন।

/বিটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগনে
উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই ও ভাগনে
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
ঈদের পরও চলছে রঙচটা বাস, আবার সময় দিলো বিআরটিএ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা