X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

জাবিতে তরুণ ও ‘ক্লিন ইমেজের’ নেতা খুঁজছে কেন্দ্রীয় ছাত্রলীগ

জাবি প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৬, ০৫:২০আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ০৬:২৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামী রবিবারের মধ্যে গঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি। কমিটিতে পদ পেতে নেতা-কর্মীদের মাঝে চলছে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ। নিয়মিত শিক্ষার্থী ও ‘ক্লিন ইমেজের’ প্রার্থীদের পাশাপাশি অছাত্র, বহিষ্কৃত, চাঁদাবাজ ও বিভিন্ন মামলার আসামিরাও চালিয়ে যাচ্ছেন লবিং ও তদবির। কমিটি গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত কর্মীসভাতেও তাদের জোরালো উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তবে কেন্দ্রীয় ছাত্রলীগ বারবার জোর দিয়ে বলছে, তরুণ, মেধাবী ও ক্লিন ইমেজের নেতাদের হাতেই জাবি ছাত্রলীগের পরবর্তী দায়িত্ব তুলে দেওয়া হবে। ৫ জানুয়ারি ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরীক্ষিত নেতা-কর্মীদের বঞ্চিত না করার ইঙ্গিত দিয়েছেন ছাত্রলীগ নেতারা।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিতর্কিত নেতা-কর্মীদের বাদ দিয়ে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করেছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।
কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘আসন্ন কমিটিতে সৎ, পরিচ্ছন্ন, মেধাবী ও ছাত্রত্ব আছে এমন প্রার্থীরাই স্থান পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন ২০২১ পূরণের লক্ষ্যে যোগ্যদেরকেই সুযোগ করে দেওয়া হবে।’
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী রবিবারের মধ্যে যে কোনওদিন আংশিক কমিটি গঠন করা হবে।

প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘যাচাই-বাচাইয়ের মাধ্যমে মেধাবী  ও যোগ্যদের হাতে নতুন নেতৃত্ব তুলে দেওয়া হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা কৃত্রিমতা বর্জিত নেতা-কর্মীরাই স্থান পাবে নতুন কমিটিতে।’ 

কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ও জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, ‘কেউ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হয়ে ছাত্রলীগ করে। আবার কেউ সুবিধা লাভের জন্য ‘সরকারি দল’ করে। তবে এবার পরীক্ষিতদের নিয়েই কমিটি গঠন করা হবে।’  

পদপেতেমরিয়াযারা:

পদপ্রত্যাশীদের দৌড়ে সভাপতি মাহমুদুর রহমান জনি’র প্যানেল থেকে এগিয়ে আছেন বর্তমান কমিটির উপ-অর্থ সম্পাদক মো. জুয়েল রানা, সমাজসেবা বিষয়ক সম্পাদক মিনহাজুল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন কুমার কুণ্ডু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সজীব কুমার সাহা, সহ-সম্পাদক তানভীর হাসান খান, আ ফ ম কামালউদ্দীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ভূঁইয়া মোহাম্মদ এনামুল হাসান নোলকসহ অনেকে।  

এদিকে সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেল প্যানেল থেকে এগিয়ে আছেন বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান আকন্দ, আইন বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমেদ, আল-বেরুনী হল সম্প্রসারিত ভবন শাখা ছাত্রলীগের সভাপতি সুমন সরকার, শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রলীগের সভাপতি নওশাদ আলম অনিক প্রমুখ।

এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে মাহমুদুর রহমান জনিকে সভাপতি ও রাজিব আহমেদ রাসেলকে সাধারণ সম্পাদক করে জাবি ছাত্রলীগের বর্তমান কমিটি গঠন করা হয়। তিন বছর আগেই মেয়াদ ফুরালেও কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হল এতদিনে।  

/টিএন/আপ-এইচকে/       

সম্পর্কিত
সর্বশেষ খবর
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
তারেক রহমানের এপিএসসহ ৭ জনের অভিযোগ গঠন শুনানি অব্যাহত
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
কোরিওগ্রাফার ইভানের বিরুদ্ধে প্রতিবেদন ২৩ মে
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি