X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অতিরিক্ত ১৫ মিনিট উড়তে বাধ্য হয়েছিল’

সাভার প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৬, ১৫:৪০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৫:৪০

রাশেদ খান মেনন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দোষী সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বেসরকারি বিমান পরিবহন মন্ত্রী রাশেদ খান মেনন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, হাঙ্গেরি যাওয়ার পথে বিমানটি অতিরিক্ত ১৫ মিনিট আকাশে উড়তে বাধ্য হয়।

বৃহস্পতিবার দুপুরে সাভারের গণবিশ্ববিদ্যালয় আয়োজিত কিউবার বিপ্লবী ও প্রয়াত সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর স্মরণে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিমানে ত্রুটির ঘটনায় বেসরকারি বিমান কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শেষ করেছে। এখন চুড়ান্ত ফলাফল পেলেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এছাড়া হাঙ্গেরি যাওয়ার পথে বিমানে যান্ত্রিক ত্রুটি ও ৪ ঘন্টা বিলম্ব হওয়ার কারণ জানতে চেয়ে ৭ কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়কে একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান রাশেদ খান মেনন।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান ৩০ মিনিট অতিরিক্ত উড়তে বাধ্য হয়েছিল কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ’৩০ মিনিট নয়, প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি অতিরিক্ত প্রায় ১৫ মিনিট আকাশে উড়তে বাধ্য হয়েছিল।’

এর আগে মন্ত্রী গণস্বাস্থ্যর পিএইচএ ভবনে ফিদেল কাস্ত্রোর স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে একজন রাজনৈতিক ব্যক্তির জীবনাদর্শ, তার রাজনৈতিক দর্শন ও বিল্পবী চেতনা সম্পর্কে বক্তব্য রাখেন।

গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এই স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ।

আরও পড়ুন- 


গড়ে উঠছে রোহিঙ্গাদের নতুন বসতি

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই