X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের ঘৃণা দেখাতে হবে: বেনজীর

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০১৭, ১৫:৩৯আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১৫:৪৫

গোপালগঞ্জে র‌্যাবের ডিজি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহা-পরিচালক বেনজীর অহেমেদ বলেছেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের ঘৃণা দেখাতে হবে। কোরআন-হাদিসের অপব্যাখ্যা দিয়ে তরুণ সমাজকে বিপথগামী করা হচ্ছে। তারা হত্যা, খুন, রক্তপাত ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে শান্তির ধর্ম ইসলামকে কলুষিত করছে।’

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ এস কে সালেহিয়া কামিল মাদ্রাসার কম্পিউটার ল্যাবে ল্যাপটপ ও কম্পিউটার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

র‌্যাব মহা-পরিচালক এসময় বলেন, ‘ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এটি আমদের উপলব্ধি করতে হবে। মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়, এ লভেল, ও লেভেল   স্তরের শিক্ষার্থীসহ সবাইকে এটি বুঝতে হবে। দেশীয়ভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে।’

তিনি বলেন, ‘ইসলাম সর্বাধুনিক, শান্তি ও মানবতার ধর্ম। আচরণের মাধ্যমে এটি প্রমাণ করেতে হবে। এ জন্য মাদ্রাসার শিক্ষকদের পাশাপাশি যারা কঠোরভাবে ইসলাম অনুসরণ  করেন তাদের এগিয়ে আসতে হবে। গোষ্ঠিগত চিন্তাবাদ দিয়ে আল্লাহ ও ইসলাম ধর্মকে বড় করে দেখে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

তিনি বলেন, ‘মাদ্রাসা শিক্ষা কখনোই জঙ্গিবাদের সমার্থক নয়। মাদ্রাসার শিক্ষার্থীদের ২১ শতকের উপযোগী করে গড়ে তুলতে হবে যাতে তারা সরকারি, বেসরকারি চাকরি পেতে পারে।  শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যে আত্মনিয়োগ করতে পারে। তারা উপযোগী না হলে কাজ পাবে না। ফলে হতাশাগ্রস্ত হয়ে তারা বিপথগামী হতে পারে। জড়িয়ে পরতে পারে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে।’ গোপালগঞ্জে র‌্যাবের ডিজি

গোপালগঞ্জ এসকে সালেহিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ মাওলানা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে গোপালগঞ্জে পুলিশ সুপার এসএম এমরান হোসেনসহ আরও অনেকে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুসহ র‌্যাব ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে র‌্যাব মহা-পরিচালক  মাদ্রাসার অধ্যক্ষের হাতে কম্পিটার ল্যাবের জন্য ৫টি কম্পিউটার, ৫টি ল্যাপটপ ও ১টি প্রিন্টার তুলে দেন।

/এফএস/ 

আরও পড়ুন- 

মিয়ানমারকে সামরিক সরকারের মতো আচরণ না করার আহ্বান

ইসি গঠন নিয়ে নির্ভার আ. লীগ, চিন্তা বিএনপিকে নিয়ে

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহড়া নিয়ে সতর্ক অবস্থানে তাইওয়ান
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
নাটবল্টুর সঙ্গেই কাটছে শৈশব-কৈশোর
নাটবল্টুর সঙ্গেই কাটছে শৈশব-কৈশোর
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’