X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এমপি রানা ও তার তিন ভাইকে আ. লীগ থেকে বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৭, ১৩:৫০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ১৪:২৯

ঘাটাইলের এমপি রানা ও তার তিন ভাই

টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ। সোমবার (১৬ জানুয়ারি) জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খানের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম বলেন, ‘মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যায় সাংসদ আমানুর ও তার ভাইদের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া আমানুর রহমান কারাগারে আটক অবস্থায়ই ঘাটাইলের ছাত্রলীগ নেতা আবু সাঈদকে হত্যার নির্দেশ দিয়েছেন। তাই খুনি চক্রের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সভার কার্যবিবরণী অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হবে বলেও জানান জোয়াহেরুল ইসলাম।

সাংসদ আমানুরের অন্য তিন ভাই হলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান মুক্তি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন। 

উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী হওয়া নিয়ে মুক্তিযোদ্ধা ফারুক আহমদের সঙ্গে বিরোধ তৈরি হয় ঘাটাইলের সংসদ সদস্য আমানুর রহমান রানার। ২০১৩ সালের ১৮ জানুয়ারি ফারুককে নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানে ছোটভাই রাজার মাধ্যমে ডেকে নিয়ে আসেন এমপি রানা। সেখানে ফারুককে ওই পদে নির্বাচন না করার জন্য প্রথমে অনুরোধ ও পরে ভয়-ভীতি দেখান রানা। কিন্তু এতেও ফারুক সাধারণ সম্পাদক পদে নির্বাচনের সিদ্ধান্তে অনড় থাকলে এমপি রানা ভীষণ ক্ষিপ্ত হন। ফারুক তার অফিস থেকে বের হওয়ার সময় তাকে পেছন থেকে গুলি করা হয় এবং মুখ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে একটি রিকশায় করে ফারুকের লাশ তার বাড়ির কাছে ফেলে আসেন এমপি রানার ভাই রাজা। এ মামলায় গ্রেফতার হওয়ার পর জেলখানায় বসেই ঘাটাইলের ছাত্রলীগ নেতা আবু সাঈদকে হত্যার নির্দেশ দেন বলেও অভিযোগ রয়েছে এমপি রানার বিরুদ্ধে।

/এফএস/

আরও পড়ুন- 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
পাকিস্তানের উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২০
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
গাছশূন্য ২০ কিলোমিটার সড়ক, তাপপ্রবাহে পথচারীদের দুর্ভোগ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ