X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ১০ ভুয়া ডিবি পুলিশ আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০১৭, ১৭:৫৮আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৭:৫৮

  Narayanganj_10 DB Arrest.doc (1)২২

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা থেকে ১০ ভুয়া গোয়েন্দা পুলিশকে (ডিবি) আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার টিপরদি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, এনামুল হক (৪০), মিঠু খাঁন (৫০), হেলাল (৩৬), শেখ মোজাম্মেল হোসেন (৪৪), মনির হোসেন (৩৬), মাসুদ রানা (২৯), মাসুদ করিম (৩২), নূরুল ইসলাম (৩২), নুরুজ্জামান ওরফে মোক্তার (৪৫),  কুদ্দুছ (৩০)।

এসময় তাদের কাছ থেকে পুলিশ ও সাংবাদিক লেখা দুটি প্রাইভেটকার, এক জোড়া হ্যান্ডকাপ, ‘ডিবি পুলিশ’ লেখা ৩টি পোশাক, পুলিশের ব্যবহৃত দুটি লাঠি, একটি ওয়াকিটকি ও একাধিক ভুয়া ওয়ারেন্ট উদ্ধার করা হয়। এছাড়াও মিঠু খান নামে ‘ইত্তেফাক’ এর ভুয়া আইডি কার্ড ও হেলাল হোসেন নামে হিউম্যান রাইটসের একটি আইডি কার্ড উদ্ধার করা হয়।

সোনারগাওঁ থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে সোনারগাঁসহ দেশের বিভিন্ন স্থানে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। তারা মানুষকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখিয়ে নগদ অর্থসহ গাড়ি ও মালামাল হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। কয়েকদিন ধরে সোনারগাঁ থানা পুলিশ এ চক্রটিকে ধরার জন্য কাজ করছিল। বুধবার দুপুরে সোনারগাঁ থানা পুলিশ ফাঁদ হিসেবে একটি বালুর বস্তা নিয়ে লেগুনা করে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা থেকে কাঁচপুরের দিকে যাচ্ছিল। সোর্সের মাধ্যমে ওই চক্রকে জানানো হয় বস্তায় জমি বিক্রির ৬৫ লাখ টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এ খবরে চক্রটি (ঢাকা মেট্টো গ-২৫-৯০৬৮ ও ঢাকা মেট্টো চ-১১-৪৭৮৬) দুটি প্রাইভেটকার নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপরদী এলাকায় লিপা পেট্রোল পাম্পের সামনে লেগুনার গতি রোধ করে। লেগুনাতে সাদা পোশাকে থাকা সোনারগাওঁ থানার এএসআই হাবিব ও উদয়কে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বস্তাসহ নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আগে থেকে ওৎপেতে থাকা সোনারগাঁও থানা পুলিশের একাধিক টিম তাদেরকে ঘটনাস্থলে থেকে আটক করে।

তিনি আরও জানান, ব্যবসায়ীরা টাকা নিয়ে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ডিবি পরিচয়ে তাদের জোর করে গাড়িতে তুলে টাকা রেখে অজ্ঞান করে রাস্তায় ফেলে দেয়।

/জেবি/

আরও পড়তে পারেন : ঝালকাঠিতে ডাকাতি ও ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন


 

সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ