X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘ঈদের দুপুরে দাওয়াত ছিল, সকালে শুনি ছেলে দুনিয়ায় নাই’

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
২৮ জুন ২০১৭, ১০:২৮আপডেট : ২৮ জুন ২০১৭, ২০:০৭



সোহেল রানা ‘আমার বাবা (ছেলে) আমাকে ঈদের দিন তার বাসায় দুপুরে দাওয়াত করেছিল। সোমবার (ঈদের দিন) ভোরে ছেলের অসুস্থতার কথা শুনে সকালেই চলে আসি। এসে শুনি বাবা আমার দুনিয়ায় নাই।’ ছেলে সোহেল রানাকে হত্যার বর্ণনা দিতে গিয়ে মা নুরুন্নাহার এভাবেই বিলাপ করছিলেন।

ঈদের দিন সোমবার (২৬ জুন) ভোরে গাজীপুরের শ্রীপুর-গোসিঙ্গা সড়কের কর্ণপুর ত্রিমোড় এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে নিহত হন কাপড় ব্যবসায়ী সোহেল রানা (২৬)। তিনি শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের খোঁজেখানী গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সোহেল শ্রীপুর বাজারের নুরুল ইসলাম খান সুপার মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন।

জানা গেছে, ঈদের আগের দিন রবিবার (২৫ জুন) সারারাত বেচাকেনা শেষে ঈদের দিন ভোর ৫টার দিকে দুই খালাতো ভাইসহ মোটরসাইকেলে চড়ে বাড়ির পথে রওনা হন সোহেল। ছোটবেলা থেকেই তিনি কর্ণপুর গ্রামে নানা রমিজ উদ্দিন আকন্দের বাড়িতে থাকতেন। বাড়ি ফেরার পথে কর্ণপুর (সিটপাড়া) ত্রিমোড় এলাকায় শালবনের ভেতর দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে তিনি নিহত হন সোহেল। এসময় গুরুতর আহত হন তার দুই খালাতো ভাই রুমান (৩২) ও তাহছিন (১৪)।

সোহেলের মা নুরুন্নাহার বলেন, ‘ঈদের দুদিন আগে মোবাইলে সোহেল আমাকে ঈদের দিন দুপুরে দাওয়াত করে। সেভাবে প্রস্তুতিও ছিল। কিন্তু ঈদের দিন ভোর ৬টার দিকে ছোট বোন শারমিন আমাকে জানায় সোহেল ডাকাতের আক্রমণের শিকার হয়েছে। পরে এসে শুনি আমার ছেলে সোহেলকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে আমি নির্বাক। ঈদের দিন সন্ধ্যায় জ্ঞান ফিরে দেখি আমার ছেলের লাশ। আমি আমার ছেলের দাওয়াতে আসলাম ঠিকই কিন্তু তাকে পেলাম না। খুনিরা আমার ছেলের মোটরসাইকেল, টাকা, মোবাইল নিয়ে যেত। তারা কেন আমার বাবাকে খুন করলো, আমার বুকটা কেন খালি করলো?’

সোহেলের নানা রমিজ উদ্দিন আকন্দ বলেন, ‘ দুবছর আগে থেকে সোহেল ও রোমান যৌথভাবে ব্যসা পরিচালনা করে আসছিল। রবিবার সারারাত বেচাকেনা শেষে সোহেল তার দুই খালাতো ভাইসহ বাড়ি ফিরছিল। ঘটনাস্থলে সড়কের দুপাশে চারজন দুর্বৃত্ত রশি বেঁধে অবরোধ সৃষ্টি করে। এসময় অতর্কিতে কুপিয়ে তিনজনকে গুরুতর আহত করে তাদের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এক রিকশাচালক ও কয়েকজন পথচারী এসে চিৎকার করে তাদের উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সোহেলকে বক্ষব্যাধি হাসপাতালে রেফার্ড করে। ওই হাসপাতালে নেওয়ার পথে সোহেল মারা যায়।’

সোহেলের মামা জাহাঙ্গীর আলম জানান, দুর্বত্তরা তাদের কাছ থেকে টাকা, মোবাইল সেট কিছুই নেয়নি। তাদেরকে কুপেয়ে শুধু মোটরসাইকেলটি নিয়ে গেছে। সোহেলের সঙ্গে কারও কোনও শত্রুতা বা বিরোধ ছিল না। আহত সোহেলের দুই খালাতো ভাই শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সম্প্রতি একই স্থানে এ রকম ছিনতাইয়ের ঘটনা আরও ঘটেছে। কর্ণপুর গ্রামের ছাবেদ আলীর ছেলে আব্দুল কালাম জানান, গত ২১ জুন সেহরীর পর বাড়ি থেকে শ্রীপুরে যাওয়ার পথে ২/৩ জন দুর্বৃত্ত রাস্তায় রশি ফেলে তার মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে তার মোটরসাইকেল নিয়ে যায়। তিনি এ ঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ছিটপাড়া গ্রামের তৈরি পোশাক ব্যবসায়ী হারুন-অর রশীদ জানান, গত ২৩ জুন রাত ১১টার দিকে একই স্থানে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে তার বাইসাইকেল নিয়ে যায়।

একই এলাকার কৃষক বাবুল হোসেন জানান, শ্রীপুর-গোসিঙ্গা সড়কটি এখন সাধারণ মানুষের চলাচল ও জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন জানান, নিহত সোহেলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপের চিহ্ন রয়েছে। মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা কেউ থানায় জানায়নি। এছাড়া অভিযোগ দিয়েছে কিনা এ বিষয়ে তিনি কিছু জানেন না।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!