X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

না.গঞ্জে দেয়াল ধসে তিন বোনসহ নিহত চার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ১২:৩৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৭:১৪

না. গঞ্জে দেয়াল ধসে চার জনের মৃত্যু (ছবি: প্রতিনিধি)

নারায়ণগঞ্জের পগলা শান্তি নিবাস এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির দেয়াল ধসে তিন বোনসহ চারজন নিহত হয়েছে। নিহতরা হলো ওই এলাকার ট্রাক হেলপার সাইফুল ইসলামের মেয়ে লামিয়া (১২), লাবণী (৮),  লিমা (৩) এবং স্থানীয় বাসিন্দা মোস্তফা (৩০)। সোমবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এছাড়া এ ঘটনায় ইউসুফ ও সাদেক নামে আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতারে ভর্তি করা হয়।

জানা গেছে, নিহত শিশুরা সকালে পগলা শান্তি নিবাস এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশে খেলা করছিল এবং অন্যরা ভবনের পাশেই অবস্থান করছিলেন। এ সময় পাশে নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীর ভাঙার কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ সীমানা প্রাচীরের অপর অংশ ধসে পড়লে সেটার নিচে চাপা পড়েন তিন শিশুসহ ছয়জন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেয়ালের নিচ থেকে তিন শিশুর লাশ উদ্ধার করেন। এছাড়া দেয়ালের নিচে চাপাপড়া মোস্তফা, ইউসুফ ও সাদেককে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা মোস্তফাকে মৃত ঘোষণা করেন। বাকি দুই জন চিকিৎসাধীন আছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ‘নির্মাণাধীন বাড়িটির মালিক দেলপাড়া এলাকার চাঁন মিয়া। তিনি পগলা শান্তি নিবাস এলাকায় একটি নতুন বাড়ি নির্মাণ করেছেন। ওই বাড়ির সীমানা প্রাচীর ভাঙার কাজ চলছিল। আজ সকালে ভাঙার সময় প্রাচীরের অপর একটি অংশ ধসে পড়লে সেটার নিচে চাপা পড়ে তিন বোনসহ ছয়জন। পরে ঘটনাস্থলেই শিশুরা মারা যায়।’

তিনি আরও বলেন, ‘ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হবে। যদি কেউ এ বিষয়ে থানায় অভিযোগ করে তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন:

সিপিএ সম্মেলনের জন্য প্রস্তুত হচ্ছে ঢাকা


/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম