X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত

গাজীপুর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৮, ১৩:২৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ১৪:০৭

 

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ তিন জন নিহত হয়েছেন। সোমবার (১৫ জানুয়ারি) সকালে ও রবিবার (১৪ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পোশাক শ্রমিক ইয়াসমিন আক্তার (২৫)ও কলেজছাত্রী দিপা রাণী মল্লিক (১৮)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন এ খবর নিশ্চিত করেছেন।

ওসি জানান, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার এমসি বাজারে কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাত এক তরুণ আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

অপরদিকে, মুলাইদ হাসিন সোয়েটার কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা কামরুজ্জামান জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে কারখানা ছুটি পর বাসায় ফেরার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় গাড়ির নিচে চাপা পড়ে ইয়াসমিন আক্তার নামে এক পোশাক শ্রমিক আহত হন। রাত দেড়টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত ইয়াসমিন শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।

ধলাদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ বোরহানুল কবির মিলন জানান, রবিবার সকালে বাড়ি থেকে কলেজে আসার পথে ঢাকা-কাপাসিয়া সড়কে রাজাবাড়ি ব্রিজ এলাকায় সাথী পরিবহনের একটি বাসের ধাক্কায় দিপা রাণী মল্লিক (১৮) আহত হন। রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত দিপা জয়নারায়নপুর গ্রামের পরশ মল্লিকের মেয়ে। তিনি ধলাদিয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
হাসান আজিজুল হক সাহিত্য পদক পেলেন ৬ গুণীজন
হাসান আজিজুল হক সাহিত্য পদক পেলেন ৬ গুণীজন
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
মানবিক গুণাবলি অর্জন ছাড়া শিক্ষা মূল্যহীন: আতিকুল ইসলাম
মানবিক গুণাবলি অর্জন ছাড়া শিক্ষা মূল্যহীন: আতিকুল ইসলাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ