X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গুলি বর্ষণ করে জমি দখল: কাউন্সিলর ও যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

সাভার প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ১৩:৫৬আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৪:৩৮

সাভার

গুলি বর্ষণের পর আতঙ্ক সৃষ্টির করে জমি দখলের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ও যুবলীগ নেতাসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উজ্জ্বল সরকার নামে এক ব্যক্তি বাদী হয়ে সোমবার গভীর রাতে জয়দেবপুর থানায় মামলাটি করেন। চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপ পরিদশর্ক (এসআই) নয়ন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গত শনিবার সকালে ১৫/২০ জনের একটি দল প্রকাশ্যে গুলি বর্ষণের পর এলাকায় আতঙ্ক সৃষ্টি করে ওই ব্যবসায়ীর জমি দখল করে।

মামলা সূত্রে জানা যায়, উজ্জ্বল সরকার বাগবাড়ি এলাকায় ৪৬ শতাংশ জমি ক্রয়ের পর থেকে প্রায় ২৪ বছর ধরে ভোগ দখল করে আসছেন। তবে বেশ কিছু দিন ধরে কাউন্সিলর ও যুবলীগ নেতা কবির সরকার ওই জমি নিজেদের বলে দাবি করছেন। এক পর্যায়ে যুবলীগ নেতা ২০ লাখ টাকা চাঁদাও দাবি করেন। উজ্জ্বল সরকার শনিবার সকালে জমির সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে ২০/২৫ জনের একটি দল তাদের বাধা দেয়। ওই দলের নেতৃত্ব দেন গাজীপুর সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর দবির উদ্দিন সরকার ও আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার। এসময় যুবলীগ নেতা প্রকাশ্যে গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এছাড়াও সীমানা প্রাচীরের জন্য নিয়ে আসা রড, ইট, সিমেন্ট ও নগদ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান। পরে উজ্জ্বল সরকারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে যুবলীগ নেতা তাকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

এদিকে হাজী রহমান ও আজিজসহ স্থানীয়রা বলেন, ‘উজ্জ্বল জমিটি ক্রয় করার পর থেকেই ভোগ দখল করে আসছেন। তবে বেশ কিছু দিন ধরে ওই জমি নিয়ে কাউন্সিলর ও কবির সরকারের সঙ্গে বিরোধ চলছিল। এর আগেও জমি দখলের জন্য শতাধিক আম গাছ কেটে ফেলে কবির সরকারের লোকজন। এছাড়াও এই জমি দখলকে কেন্দ্র করে যে কোনও সময় এলাকায় রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

এ ব্যাপারে অভিযুক্ত যুবলীগ নেতা কবির সরকার জমি নিয়ে বিরোধের বিষয়টি স্বীকার করলেও গুলি বর্ষণের কথা অস্বীকার করেছেন।

আরও পড়ুন: সরকারি বই বিক্রির ঘটনায় প্রধান শিক্ষকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ