X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ভোটারদের মন কাড়বেন এলাকার উন্নয়নে নিবেদিত প্রার্থীরাই

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
১৯ এপ্রিল ২০১৮, ১২:৪৮আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৫:২৬

গাজীপুরে ভোটারদের মন কাড়বেন এলাকার উন্নয়নে নিবেদিত প্রার্থীরাই আগামী ১৫ মে শুরু হতে যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে উৎসবের আমেজ বইছে সিটি করপোরেশন এলাকায়। কোন প্রার্থীকে মেয়র হিসেবে নির্বাচিত করবেন তা নিয়ে প্রতিদিনই আলোচনা ঝড় বইছে চায়ের দোকানসহ বিভিন্ন পাবলিক প্লেসে। এলাকার উন্নয়নের জন্য যিনি নিজেকে বিলিয়ে দেবেন, যিনি মাদকের বিরুদ্ধে সোচ্চার হবেন, নারী উত্ত্যক্তকারীদের কঠোর হস্তে দমন করতে পারবেন, মূলত এমন প্রার্থীকেই মেয়র হিসেবে নির্বাচিত করতে চাইবেন নতুন ভোটাররা।

গজারিয়া পাড়ার নূর আমীনের মেয়ে মোছা. নার্গিস আক্তার (২১) এবার প্রথম ভোটার। তিনি বলেন, ভোটদানের ক্ষেত্রে প্রার্থী মনোনয়ন করবো নানাদিক ভেবেচিন্তে। বিশেষ করে মেয়র প্রার্থী পছন্দের ক্ষেত্রে তার দলীয় কর্মকাণ্ডের ব্যাকগ্রাউন্ড দেখবো। এলাকার উন্নয়নে তার আত্মদানের খবর নেব। যোগাযোগের ব্যবস্থা উন্নয়নে কোনও প্রতিশ্রুতি রয়েছে কিনা তাও বিবেচনায় রাখবো। এসব বিষয় বিশ্লেষণ করে যদি প্রার্থীর কাছ থেকে সমস্যার সমাধানে আশার বাণী শোনা যায় তবে সে প্রার্থীকেই ভোট দেবো।’
মহানগরের গজারিয়া এলাকার হাজী জাহাঙ্গীর আলমের মেয়ে নতুন ভোটার আসমা আক্তার (২১) বলেন, ‘মাদকের সঙ্গে জড়িত নন, নারী উত্ত্যক্তকারীদের কঠোর হস্তে দমন করেন, মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকেন এমন প্রার্থীকেই মেয়র হিসেবে চিহ্নিত করে ভোট দেবো।'
একই এলাকার ভোলারাম বর্মনের ছেলে সুশান্ত বর্মন (২১) বলেন, ‘যে প্রার্থীর ব্যক্তিগত আর্থিক সক্ষমতা বেশি, যিনি ব্যক্তি হিসেবে ভালো, যুবসমাজের সঙ্গে যার যোগাযোগ বেশি থাকবে, শিক্ষাক্ষেত্রে যিনি প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারবেন, মহানগরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থায় যিনি নিয়মিত ভূমিকা রাখতে পারবেন, এমন প্রার্থীকে মেয়র হিসেবে চিহ্নিত করতে চাই।’ গাজীপুরে ভোটারদের মন কাড়বেন এলাকার উন্নয়নে নিবেদিত প্রার্থীরাই

আবুল হোসেনের ছেলে মো. রোমান (২৩)। গজারিয়াপাড়ার খলিল মার্কেট এলাকায় তার একটি কনফেকশনারির দোকান রয়েছে। তিনি বলেন, ‘সরকারের সঙ্গে যোগাযোগ ভালো, সুসম্পর্ক বজায় রাখতে পারেন, সরকারের কাছ থেকে মহানগরের জন্য উন্নয়ন আদায় করতে পারেন, এমন ব্যক্তিকে চিহ্নিত করে মেয়র পদে ভোট দেবো।’
মহানগরের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জাকির হোসেন বলেন, ‘নতুন ভোটারদের আকৃষ্ট করতে নির্বাচিত হওয়ার পর জনস্বার্থে এলাকার জন্য যে কাজগুলো করবো তা ভোটারদের জানিয়েছি। নতুন ভোটারদের চাওয়া এবং তাদের নানা পরামর্শ মনোযোগ সহকারে শুনেছি। সে হিসেবে জনগণের পাশে থেকে কাজ করে যেতে চাই।’
গাজীপুর মহানগরের একাধিক ভোটারের সঙ্গে কথা বলের আরও জানা গেছে, নতুন ভোটারদের হিসাব নিকাশ অনেকটা এলাকার উন্নয়নকেন্দ্রিক। নতুন ভোটার হিসেবে প্রার্থীদের কাছে তাদের চাওয়া অনেক কিছু।

এত কিছুর মধ্যে যা না হলেই নয় তার মধ্যে রয়েছে পাকা সড়ক, পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা, সড়কবাতি, বাড়ি বাড়ি গ্যাস সংযোগ। নতুন ভোটারদের প্রত্যেকেই এমন দাবির সঙ্গে একমত হয়েছেন মহানগরের ২২নং ওয়ার্ডের নতুন ভোটারেরা।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার