X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে প্রশ্ন ফাঁসকারী চক্রের ১৫ জন আটক

মাদারীপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ১৪:০২আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৪:০২

মাদারীপুরে প্রশ্ন ফাঁসকারী চক্রের ১৫ জন আটক মাদারীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ১৫ জনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় ল্যাপটপ, প্রিন্টার, ডিভাইজসহ প্রশ্নপত্র জব্দ করা হয়। শুক্রবার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শহরের পাঠককান্দি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- পলাশ মণ্ডল (৩৫), মনতোষ সরকার (৩২), আকরাম হোসেন (২৪), অপূর্ব হাওলাদার (৩৫), বিনয় ভক্ত (২৭), অনাদী বিশ্বাস (২৭), শশাঙ্ক বৈদ্য (৩২), তানভীর আহম্মেদ (৩১), মৃদুল হাওলাদার (৩০), আশিষ বালা (২৯), মৃত্যুঞ্জয় বালা (২৫), অলোক বালা (২০), সন্তোষ হালদার (৪০), সুরঞ্জন পাণ্ডে (৪২) ও মকসেদুল আলম (৩৫)।
মাদারীপুরে প্রশ্ন ফাঁসকারী চক্রের ১৫ জন আটক মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, মাদারীপুরে স্কুল ও কলেজের ১৬টি কেন্দ্রে সকাল ১০টায় শুরু হয় ২০১৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা। এই নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁসকারী একটি চক্র টাকার বিনিময়ে উত্তরপত্র সরবরাহ করছে এমন সংবাদ আসে ডিবি পুলিশের কাছে। সংবাদের ভিত্তিতে শহরের পাঠককান্দি এলাকার একটি বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় সেখান থেকে প্রথমে ১১ জনকে আটক করা হয়। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পাশের আরেকটি বাসায় অভিযান চালিয়ে আরও ৪ জনেক আটক করে জেলার গোয়েন্দা পুলিশের কার্যালয়ের নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে ল্যাপটপ, প্রিন্টার, ইলেকট্টিক ডিভাইজসহ প্রশ্নপত্র জব্দ করা হয়েছে।
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল রয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব। এছাড়া চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। আটকদের মধ্যে অনেকেই সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরে চাকরিরত বলেও জানা গেছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
কঙ্গোর বাস্তুচ্যুত শিবিরে হামলা, নিহত ৯
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ও প্রচারণা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা