X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়

গাজীপুর প্রতিনিধি
১৮ জুন ২০১৮, ১৮:০১আপডেট : ১৮ জুন ২০১৮, ১৯:৩৬

ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় গাজীপুরে ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। সরকারি-বেসরকারি রিসোর্ট, পার্কসহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় রয়েছে অগণিত মানুষের। বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ছিল মানুষের সবচেয়ে বেশি ভিড়।

ঢাকার লালবাগ থেকে আসা মামুনুর রশীদ বলেন, সপরিবারে সাফারি পার্কে এসেছি বনের উন্মুক্ত বাঘ দেখতে। শিশু-নারীসহ প্রায় দেড়ঘণ্টা লাইনে দাঁড়িয়ে প্রবেশ করার টিকিট পেয়েছি। মানুষের এত ভিড়ে টিকিট পাওয়া কষ্টকর।’

টঙ্গীর হায়দারাবাদ এলাকার জান্নাতুন নাহার বলেন, ‘বাচ্চাকে নিয়ে দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিলাম। পরে টিকিট নিয়ে সাফারিতে প্রবেশ করেছি। মাত্র একটি টিকিট কাউন্টার থাকায় এই সমস্যা হয়েছে।’

ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় টাঙ্গাইলে মির্জাপুর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হান্নান সপরিবারে সাফারি পার্কে ঘুরতে আসেন। তিনি বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘেরবাজার থেকে সাফারি পার্ক রোডে হালকা যানবাহনের জন্য দর্শনার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। যাত্রীবাহী হালকা যানবাহনগুলো চলাচলে বাধা সৃষ্টি করে। বিশেষ করে অটোরিকশা চালকেরা লেগুনা পরিবহন চলাচলে বাধা সৃষ্টি করে। ফলে স্বল্প মজুরির লোকজন সাফারি পার্ক পর্যন্ত পৌঁছাতে অনেক সময় পায়ে হেঁটে যাতায়াত করেন।’

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব বলেন, গত কয়েক বছরে পার্কে জিরাফ, বাঘ, তক্ষকসহ নানা প্রজাতির প্রাণির আগমন ও শাবকের জন্ম হয়েছে। এতে পার্কের বৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে। পার্কে মানুষদের ভিড় বেড়েছে। ঈদের তৃতীয় দিনেও দর্শনার্থীদের চাপ একটুও কমেনি।

ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় অন্যদিকে, শ্রীপুর ও কাপাসিয়া উপজেলাকে শীতলক্ষ্যা নদী বিভক্ত করে রেখেছে। শ্রীপুরের বরামা থেকে কাপাসিয়ার সিংহশ্রী এলাকায় ওই নদীর ওপর আলহাজ অ্যাডভোকেট রহমত আলী সেতু নির্মিত হয়েছে। অপরদিকে, শ্রীপুরের নান্দিয়াসাঙ্গুন থেকে গফরগাঁওয়ের নিগুয়ারি পর্যন্ত ত্রিমোহনী এলাকায় আরেকটি সেতু ওই এলাকার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। নদীর ওপর এ ব্রিজ দুটি ঈদে ঘোরাঘুরির জন্য দর্শনার্থীদের একটি অন্যতম পছন্দের জায়গা।

ঈদের তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় কাপাসিয়ার আমরাইদ এলাকার আবুল কালাম আজাদ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বরামা এলাকার সেতুতে ঘুরতে এসে তিনি বলেন, ‘দুপুরের পর থেকে সেতুর ওপর হেঁটে চলার কোনও সুযোগ নেই। মোটরসাইকেল, রিকশাসহ সকল প্রকার হালকা যানবাহন সেতুর ওপর পার্কিং করে রাখা হয়। এতে দর্শনার্থীদের দুর্ভোগ বাড়ে।’

র‌্যাব-১ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউল ইসলাম জানান, পুলিশ ছাড়াও র‌্যাব সদস্যরাও ঈদ উপলক্ষে মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে রাস্তাঘাট পর্যবেক্ষণ করছে। টহল ডিউটি অব্যাহত রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ বিনোদন কেন্দ্রগুলোতে র‌্যাব সদস্যরা পর্যায়ক্রমে টহলে নিয়োজিত রয়েছেন।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
একদিন আগে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন স্থগিত
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
সরকার বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিতে বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
শীর্ষ ঋণখেলাপি লস্করের সম্পত্তি ওসির জিম্মায় দিলেন আদালত
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
জনপ্রিয়তার তুঙ্গে থেকেও হিন্দুত্ববাদে ভরসা মোদির?
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র