X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

টঙ্গিবাড়ী থানা ওসির বদলি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:২১আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:২২

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসানকে বদলি করা হয়েছে। টঙ্গিবাড়ী থানা থেকে তাকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হলো। জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

ওসি ইয়ারদৌস হাসানের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে গত ৪ সেপ্টেম্বর পুলিশ সুপারের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির একমাত্র সদস্য টঙ্গিবাড়ী ও সিরাজদিখান সার্কেলের এএসপি মো. আসাদুজ্জামান। তদন্ত শেষ হওয়ার আগেই তাকে বদলি করা হলো।

জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেন, ‘মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে স্থানীয় একটি পত্রিকা ওসি মো. ইয়ারদৌস হাসানের বিরুদ্ধে খবর প্রকাশ করে। ওই খবরের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রাথমিকভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষ হতে আরও সময় লাগবে। তবে তার বদলির সঙ্গে এর কোনও সংশ্লিষ্টতা নেই। এটি পুলিশের রুটিন ওয়ার্কের আওতায় পড়ে। তাকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে বদলি করা হয়েছে। ইতোমধ্যে বরিশাল জেলার কোতোয়ালি থানার ওসি আওলাদ হোসেন টঙ্গিবাড়ী থানার দায়িত্ব গ্রহণ করছেন।’

ওসি ইয়ারদৌস হাসানের বদলি তদন্তে কোনও প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এএসপি মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘গত ৪ সেপ্টেম্বর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তদন্ত করার জন্য কোনও নির্ধারিত দিন বেঁধে দেওয়া হয়নি। তদন্ত শেষ হতে আরও সময় লাগবে, এটি দীর্ঘ প্রক্রিয়া। তার বদলি হওয়ার বিষয়ে এর কোনও সংশ্লিষ্টতা নেই। বদলি হলেও তদন্ত চলবে তার নিজস্ব গতিতে।’

ওসি ইয়ারদৌস হাসান মাদকের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ নাকচ করে বলেন, ‘এটি স্বাভাবিক একটি বদলির আদেশ। আমার বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। তদন্ত যদিও শেষ হয়নি, কিন্তু বদলির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’

 

 

/এমএএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা