X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

শেখেরচরের আস্তানায় নিহত দুই ‘জঙ্গি’র পরিচয় মিলেছে

নরসিংদী প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১৫:৩২আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৫:৩৩

সাংবাদিকদের ব্রিফ করেন মনিরুল ইসলাম নরসিংদীর শেখেরচরের ভগিরথপুর এলাকায় অপারেশন ‘গর্ডিয়ান নট’ এ নিহত দুই ‘জঙ্গি’র পরিচয় মিলেছে। তাদের নাম আব্দুল্লাহ আল বাঙ্গালী ও আকলিমা আক্তার মনি। বুধবার (১৭ অক্টোবর) মাধবদীর জঙ্গি আস্তানার কাছে বড় মসজিদের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভগিরথপুরের ‘জঙ্গি আস্তানা’র বাড়িটি ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তিনশ’ মিটারের মধ্যে। এ মাসের ৫-৭ তারিখের মধ্যে ‘জঙ্গিরা’ ভাড়া নেয় বলে বাড়ির মালিক পুলিশকে জানিয়েছেন। ভগিরথপুরের ‘জঙ্গি আস্তানা’ পাঁচতলা বাড়িটির মালিক বিল্লাল হোসেন নামে এক কাপড় ব্যবসায়ী।

বাড়ির ভাড়াটিয়া সাইফুল ইসলাম সাহেদ বলেন, ‘নিহতদের ঘরে দুয়েকটি কাপড়ের ব্যাগ ও দু’টো খাবারের প্লেট ছাড়া আর কিছুই ছিল না। তারা সাধারণত ঘর থেকে তেমন বের হতো না। কেউ কথা বলতে চাইলে অনেকটা এড়িয়ে যেতো। এসব ঘটনায় আমার কিছুটা সন্দেহ হয়েছিল। পরে আমি ৯৯৯ কল করবো ভাবছিলাম। এরই মধ্যে সোমবার সন্ধ্যার পর পুলিশ বাড়ি ঘেরাও করে ফেলে ও রাত আনুমানিক ৩টার দিকে আমাদের সরিয়ে দেয়।’

প্রসঙ্গত, সোমবার (১৫ অক্টোবর) নব্য জেএমবির আস্তানা সন্দেহে নরসিংদীর মাধবদী ও শেখেরচরে দু’টি বাড়ি ঘিরে রাখে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। মঙ্গলবার সকাল ১০টায় বিল্লাল মিয়ার বাড়িতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সিটিটিসি ও সোয়াত টিম অভিযান শুরু করে। ছয় ঘণ্টার এই অভিযান শেষ হয় বিকাল ৪টায়। অভিযান শেষে আব্দুল্লাহ ও আকলিমার লাশ উদ্ধার করা হয়। তবে তারা পুলিশের গুলিতে মারা গেছে নাকি নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে মারা গেছে তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে আজ বুধবার নরসিংদীর মাধবদীতে জঙ্গি আস্তানার দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। বুধবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে তারা আত্মসমর্পণ করে বলে সাংবাদিকদের জানান তিনি। এর আগে ওই আস্তানায় অবস্থানরত জঙ্গিদের আত্মসমর্পণে মাইকিং করা হয়।

মনিরুল ইসলাম বলেন, আত্মসমর্পণ করা দুই নারী জঙ্গির নাম ইশরাত জাহান ওরফে মৌসুমী ওরফে মৌ (২৪) ও খাদিজা পারভীন ওরফে মেঘলা (২৫)।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার