X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

ফরিদপুর-৪ আসনে লড়াই হবে ত্রিমুখী

ফরিদপুর প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৮, ১৫:৩৯আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ১৫:৩৯

 

ফরিদপুর

আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও সতন্ত্র প্রার্থী ব্যাপক গণসংযোগ করছে। এই তিন প্রার্থী ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন।

সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত এই আসনের সম্ভাব্য প্রার্থীরা হলেন বর্তমান বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ ও বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি ব্যবসায়ী খন্দকার ইকবাল হোসেন সেলিম।

দশম জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি আসনের মধ্যে শুধু মাত্র ফরিদপুর-৪ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে স্বতন্ত্রী প্রার্থী মজিবুর রহমান চৌধুরী আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্লাহকে পরাজিত করে নির্বাচিত হন। নির্বাচিত হওয়ায় পর তিনি এলাকার উন্নয়নের জন্য অনেক রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট ও মসজিদ-মন্দির নির্মাণ করে ব্যাপক সাড়া ফেলেছেন।

সতন্ত্র এমপি হলেও আওয়ামী পরিবারের সদস্য হওয়ার কারণে তিন উপজেলার বেশির ভাগ নেতাকর্মী মন জয় করেছেন। তাদের নিয়ে তিনি মাঠে নেমেছেন। তার ঘনিষ্ট সূত্রে থেকে জানা যায়, আগামী সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন।

এদিকে সাধারণ ভোটাররা মনে করছেন আওয়ামী লীগের ভোট দুইভাগে বিভক্ত হওয়ায় সুবিধাজনক স্থানে আছেন বিএনপি’র সম্ভাব্য প্রার্থী খন্দকার ইকবাল হোসেন সেলিম। নির্বাচনের মাঠে নতুন এই নেতা ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি। তাই সাধারণ ভোটারদের ধারণা আগামী নির্বাচনে এ আসনে লড়াই হবে ত্রিমুখী।

সূত্রমতে, ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনটি আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। এ আসনের তিনটি উপজেলার মধ্যে ভাঙ্গা ও সদরপুরে আওয়ামী লীগ আর চরভদ্রাসন উপজেলায় বিএনপির ভোট বেশি। বিগত দিনের নির্বাচনগুলোতে এ আসনে বেশির ভাগই জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। গত নির্বাচনের পর সতন্ত্র প্রার্থী নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের দলীয় কোন্দল চরমে পৌঁছেছে ফলে বিএনপি শিবির সুবিধাজনক অবস্থানে চলে গেছে।

এদিকে ফরিদপুর-৪ আসনে বিএনপি ভোট বেড়েছে। আগে এ আসনটি শুধু ভাঙ্গা উপজেলা নিয়ে গঠিত থাকার কারণে আওয়ামী লীগের আধিপত্য ছিল একক। কিন্তু ২০০৮ সালে ভাঙ্গার সঙ্গে সদরপুর ও চরভদ্রাসন উপজেলা যোগ হওয়ায় বিএনপির প্রচুর ভোট বেড়েছে। তাই বিএনপির থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার ইকবাল হোসেন সেলিম মনোনয়ন পেলে দল যে পূর্বের চেয়ে অনেক ভালো অবস্থানে থাকবে এমন ধারণা করছে অনেকে।

বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, ফরিদপুর-৪ আসনে বেশীর ভাগ জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমার সঙ্গে আছে। এই আসনের জনগণ গত নির্বাচনে আমাকে না দেখে ভোট দিয়েছে। বিগত দিনে এই সংসদীয় আসনে জনগণ কাজী পরিবারের কাছে জিম্মি ছিল। আর সে কারণেই আমাকে না দেখে জনগণ ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছিল। আমি নির্বাচিত হয়ে প্রায় ১৫ হাজার কোটি টাকার উন্নয়ন করেছি। আগামীতে আবার নির্বাচিত হতে পারলে সদরপুর-চরভদ্রাসন ও ভাঙ্গা উপজেলাকে বাংলাদেশের মধ্যে এক নাম্বার মডেল উপজেলায় পরিণত করব।  

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
ফোরাম থেকে ব্যারিস্টার খোকনের অব্যাহতির আদেশ প্রত্যাহার
সাবেক মন্ত্রী আবদুল মান্নান সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
সাবেক মন্ত্রী আবদুল মান্নান সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করেছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন