X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রাজবাড়ী সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স বন্ধ, রোগীদের দুর্ভোগ

কাজী তানভীর মাহমুদ, রাজবাড়ী
২২ মার্চ ২০১৯, ১২:৩৪আপডেট : ২২ মার্চ ২০১৯, ১২:৩৪

রাজবাড়ী সদর হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স রোগীদের সেবায় রাজবাড়ী সদর হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স রয়েছে। এই অ্যাম্বুলেন্সে করেই জরুরি রোগীদের ফরিদপুর ও ঢাকায় পাঠানো হয়। কিন্তু গত ২১ ফেব্রুয়ারি থেকে অ্যাম্বুলেন্স দুটি বন্ধ রাখা হয়েছে। ফলে ওই এলাকার রোগী ও তাদের স্বজনেরা চরম ভোগান্তিতে পড়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, জ্বালানি তেল সরবরাহকারী পাম্পে প্রায় ২১ লাখ টাকা বাকি পড়ায়, এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পাম্প মালিকেরা বাকিতে আর তেল দিতে যাচ্ছেন না। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের হিসাব বিভাগের তথ্য মতে, গত দুই অর্থ বছরে অ্যাম্বুলেন্সের জ্বালানি তেল সরবাহকারী পাম্পে বকেয়া পড়েছে ২১ লাখ টাকা। এ কারণে গত ২১শে ফেব্রুয়ারি থেকে পাম্প কর্তৃপক্ষ তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে। বন্ধ হয়ে গেছে অ্যাম্বুলেন্স দুটি। এতে চরম বিপাকে পরেছেন রোগী ও তাদের স্বজনরা। ১০০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালটিতে গড়ে প্রতিদিন প্রায় সাড়ে ৫০০ রোগী চিকিৎসাসেবা নিয়ে থাকেন।

সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় রোগীদের বেসরকারি অ্যাম্বুলেন্স ও ভাড়া মাইক্রোবাসে করে রাজবাড়ী থেকে ফরিদপুর ও ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যেতে হচ্ছে স্বজনদের। এতে করে কয়েকগুন বেশি খরচ গুনতে হচ্ছে স্বাস্থ্য সেবা নিতে আসা মানুষদের।

সদর হাসপাতালে সেবা নিতে আসা রোগীর স্বজন শাহজাহান মোল্লা বলেন, এই হাসপাতালে দুটি অ্যাম্বুলেন্স রয়েছে। সাধারণ মানুষ জরুরি রোগীকে পাশের ফরিদপুর বা রাজধানী ঢাকায় উন্নত চিকিৎসার জন্য স্বল্প খরচে নিয়ে যেতে এই অ্যাম্বুলেন্স ভাড়া করে। কিন্তু গত ২১শে ফেব্রুয়ারি থেকে হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সই বন্ধ। এর ফলে সাধারণ মানুষের অনেক ভোগান্তি হচ্ছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগ জেলা শহরের নতুন বাজার এলাকা থেকে হাসপাতালে সেবা নিতে আসা মো. মামুন শেখ জানান, তেলের সংকট দেখিয়ে অ্যাম্বুলেন্স দুটি বন্ধ রয়েছে। আমরা দ্রুত সমস্যা সমাধান করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

একজন রোগীর স্বজন মো. রফিকুল ইসলাম বলেন, ‘দিনের বেলায় হয়ত বেসরকারি অ্যাম্বুলেন্স বা মাইক্রোবাস ভাড়া করে রোগীকে ফরিদপুর নেওয়া যায়। কিন্তু গভীর রাতে রোগীর অবস্থা খারাপ হলে হাসপাতালের অ্যাম্বুলেন্স প্রয়োজন হয়। অ্যাম্বুলেন্স বন্ধ থাকায় জরুরি রোগীরা বিপাকে পড়েছেন।’ তিনি আরও বলেন, ‘সরকারি অ্যাম্বুলেন্স যখন মানুষ ভাড়া করে, তখনই তো ভাড়া পরিশোধ করে। কিন্তু তেলের টাকা এত বাকি পড়ে কীভাবে, তা আমাদের বোধগম্য নয়।’

জরুরি বিভাগে সেবা নিতে আসা রতন প্রমাণিক বলেন, ‘হাসপাতালে রোগী নিয়ে এসেছি, জরুরিভাবে ফরিদপুরে রেফার্ড করেছে। এখন শুনছি, সরকারি অ্যাম্বুলেন্স বন্ধ। বড় বিপদে পড়ে গেলাম।’

রাজবাড়ী সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মো. মাইনউদ্দিন মোল্লা বলেন, ‘তেলের টাকা বাকি পড়ায় পাম্প আর তেল দিচ্ছে না। তাই কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স বন্ধ রেখেছে। সাধারণ মানুষের ভোগান্তি দেখে আমার নিজেরও খারাপ লাগছে।’

আরেক অ্যাম্বুলেন্স চালক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘প্রতি মাসে প্রায় দুটি অ্যাম্বুলেন্স দেড় থেকে দুইশ জরুরি রোগী রেফার্ড হয়ে ফরিদপুর ও ঢাকা জেলায় যায়। হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স রাজবাড়ী থেকে ফরিদপুর ভাড়া ৬৬০ টাকা ও রাজবাড়ী থেকে ঢাকার ভাড়া ২ হাজার ৫০০ টাকা। যেখানে প্রাইভেট গাড়ির ভাড়া রাজবাড়ী থেকে ফরিদপুরে ২ হাজার ও ঢাকায় ৭ থেকে ৮ হাজার টাকা।

রাজবাড়ী সদর হাসপাতাল হাসপাতালটির হিসাব রক্ষক কর্মকর্তা মো. মোফাজ্জেল হোসেন জানান, গত ১৭-১৮ অর্থ বছরে তেলের পাম্পে বাকি ১৪ লাখ ৩২ হাজার ২৫৬ টাকা ও ১৮-১৯ অর্থ বছরে বাকি ৬ লাখ ৬৯ হাজার ২২০ টাকা। দুই অর্থ বছরে মোট তেলের টাকা বাকি পড়েছে ২১ লাখ ১ হাজার ৪৭৬ টাকা।এ বিষয়ে গত ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদফতরের (অর্থ) বিভাগে চিঠি পাঠানো হয়েছে। গত ২০ ফেব্রুয়ারি জেলার স্থানীয় তেলের পাম্পে অনুরোধ করে বলা হয়েছিল যে, জনস্বার্থে তেল সরবরাহ চালু রাখেন। কিন্তু তেলের পাম্প তাদের তেল সরবরাহ বন্ধ করে দেওয়ায় অ্যাম্বুলেন্স দুটি বন্ধ আছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস জানান, অন্যান্য জেলার চেয়ে রাবাড়ীর সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স বেশি চলাচল করে। এতে করে তেলের পরিমাণও বেশি লাগে। পাম্পে তেলের টাকা বাকি পড়ায় তেল সরবরাহ বন্ধ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত আমরা এর সমাধান করতে পারবো বলে আশা করছি।

তবে জরুরি রোগীদের সেবায় ফায়ার সার্ভিস ও মাতৃমঙ্গল কেন্দ্রসহ অনান্য সরকারি দফতরের অ্যাম্বুলেন্স ব্যবহারের ব্যবস্থা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আলী আহসান তুহিন।



 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী