X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ধামরাইয়ে আকিজ ফুড কারখানার শ্রমিকদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৯, ১৩:০২আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৩:০২

আকিজ গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ

ধামরাইয়ে মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কারখানার শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখার পর পুলিশের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে কারখানার কাজে যোগ দেয়। সোমবার সকালে ধামরাইয়ের বারবাড়িয়া এলাকার ওই কারখানার সামনে এ ঘটনা ঘটে।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, ধামরাইয়ের আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কারখানার শ্রমিকরা বেশ কিছু দিন ধরে তাদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে ১৮০ টাকা করার দাবি জানিয়ে আসছিল। এছাড়াও বিভিন্ন সময় সরকারি ছুটিতে কারখানা বন্ধ রাখার দাবিসহ একাধিক দাবি জানিয়ে আসছে শ্রমিকরা। এদিকে সোমবার কারখানার ছুটি না দেওয়ায় শ্রমিকরা সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে তীব্র যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখার পর সকাল সোয়া আটটার দিকে মালিক পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। পরে কারখানার ভেতরে কাজে ফিরে যায়।

কারখানার এক্সিকিউটিব অফিসার হাবিবুল্লাহ বাহার বলেন,‘তাদের কারখানায় সিজনাল প্রোডাকশন হয়। এ করানেই বিভিন্ন সময়ে সরকারি ছুটি দেওয়া হয় না। এছাড়াও শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করলে মালিকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়ায় তারা কারখানার কাজে যোগ দেয়।’

এ ব্যাপারে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘বেতন বৃদ্ধিসহ বেশ কিছু দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। পরে তাদের বুঝিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বললে তারা বিষয়টি সমাধানের আশ্বাস দেয়। পরে তারা কারখানায় ফিরে গিয়ে কাজে যোগ দেয়। এছাড়াও ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে তারা জানান।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!