X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি
২১ মে ২০১৯, ১৪:৩০আপডেট : ২১ মে ২০১৯, ১৫:০৬

মোকতার হোসেন

মাদারীপুর শহরের টিবি ক্লিনিক রোড এলাকার এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ কনস্টেবল মোকতার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকালে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে ধর্ষণচেষ্টার অভিযোগে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

জানা যায়, মাদারীপুর পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল মোকতার হোসেন শহরের টিবি ক্লিনিক রোড এলাকায় একটি বাসায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতো। সপ্তাহখানেক আগে মোকতার তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। রবিবার রাতে প্রতিবেশী ওই স্কুলছাত্রীকে ঘরের মধ্যে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দেয় মোকতার। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দরজা খুলতে বললে সে মেয়েটিকে ভেন্টিলেটর দিয়ে জোর করে বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে মেয়েটি আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

নির্যাতনের শিকার ওই তরুণী জানায়, তাকে পুলিশ সদস্য মোকতার হোসেন ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে তাকে মারধর করা হয়। বাইরে থেকে লোকজন ডাকাডাকি করলে ভেন্টিলেটর দিয়ে জোর করে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তার পায়ের হাড় ভেঙে যায়।

মাদারীপুর সদর হাসপাতালের আরএমও শশাঙ্ক চন্দ্র ঘোষ বলেন, ‘ওই স্কুলছাত্রীর পায়ের হাড় ভেঙে গেছে। ঠিক হতে দুই-আড়াই মাস সময় লাগবে।’

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বদরুল আলম বলেন, ‘অভিযুক্ত পুলিশ কনস্টেবল মোকতার হোসেনকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এদিকে মাদারীপুর সদর থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
পূর্বাচল-ঝিলমিল বসবাসের উপযোগী না হওয়ায় সংসদীয় কমিটির অসন্তোষ
পূর্বাচল-ঝিলমিল বসবাসের উপযোগী না হওয়ায় সংসদীয় কমিটির অসন্তোষ
শিক্ষা খাতে বাজেটের যথাযথ ব্যবহারের ওপর জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষা খাতে বাজেটের যথাযথ ব্যবহারের ওপর জোর দিতে হবে: শিক্ষামন্ত্রী
নিগারের একার লড়াই বৃথা গেলো, হারে শুরু বাংলাদেশের
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজনিগারের একার লড়াই বৃথা গেলো, হারে শুরু বাংলাদেশের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে