X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

গাড়িচালকের চোখ উপড়ে ফেলার অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

সাভার প্রতিনিধি
২৩ মে ২০১৯, ১৫:১৭আপডেট : ২৩ মে ২০১৯, ১৫:৫৯

সাভার সাভারের আশুলিয়ায় আলম নামে এক গাড়িচালকের চোখ উপড়ে ফেলা ও কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা কবির হোসেন সরকার ও তার অনুসারীদের বিরুদ্ধে। এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসা নিয়ে বিরোধের জেরে বুধবার (২২ মে) দুপুরে সরকারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই কবির হোসেনসহ সাত জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ জনকে আসামি করে কাশিমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসা নিয়ে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারের সঙ্গে প্রতিবেশী আবিদ সরকার লিমনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার (২২ মে) দুপুরে লিমন তার ছোট ভাইয়ের গাড়িচালক আলমকে সঙ্গে নিয়ে সরকারবাড়ী এলাকায় একটি মসজিদের নির্মাণ কাজ দেখছিলেন। এ সময় হঠাৎ যুবলীগ নেতা কবির হোসেন, সালাউদ্দিন সরকার ও সোহেল সরকারসহ প্রায় ১৫-১৮ জন তাদের ওপর হামলা চালায়। তারা আলমের চোখ উপড়ে ফেলে ও কুপিয়ে জখম করে। লিমন ও আলমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে, কবির অস্ত্র বের করে তাদের হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় লিমন ও আলমকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার শিকার লিমন বলেন, ‘কবির হোসেন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। আলমের চোখ উপড়ে নিয়েছে। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছি।’

এ ব্যাপারে জানতে অভিযুক্ত কবির হোসেনের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে, কল রিসিভ হয়নি।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান: দরপত্র মূল্যায়নের সময় বেঁধে দিলো সরকার
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট দিলেন মোদি
সিরিজ জয়ের ম্যাচের আড়ালে শান্তদের নিয়ে অন্য আলোচনা
সিরিজ জয়ের ম্যাচের আড়ালে শান্তদের নিয়ে অন্য আলোচনা
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
গ্রোসারি কেনাকাটায় টাকা সাশ্রয় করার ৬ স্মার্ট উপায়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?