X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বর্ষাকালেও তরমুজ চাষে সফল কৃষকরা

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
২৫ আগস্ট ২০১৯, ১০:২৫আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১০:৪০

তরমুজ ক্ষেত কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আঙ্গীয়াদি গ্রামের কৃষক নুরুল ইসলাম। মাত্র এক বিঘা জমিতে বারোমাসি তরমুজ চাষ করেছেন তিনি। বর্ষাকালেও তার মাচায় ঝুলছে ছোট-বড় অনেক তরমুজ। বৈরী আবহাওয়ার মধ্যেও  তরমুজ চাষ করে সফল এই কৃষক। এই তরমুজের স্বাদও ভালো।  অসময়ে তরমুজের বাম্পার ফলন ও লাভজনক হওয়ায় এলাকার অনেক কৃষক তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন।

আঙ্গীয়াদি গ্রামে ধান ছাড়াও অন্যান্য সবজিও চাষ করা হতো একসময়। কিন্তু এ গ্রামের চাষিরা বারোমাসি তরমুজ চাষ করে ভাগ্যের চাকা ঘুরিয়েছেন।  ফলে অসময়ে তরমুজ চাষের দিন দিন জনপ্রিয়তা বাড়ছে। সারাবছরই এখন চাষ হচ্ছে বারোমাসি তরমুজ। এসব তরমুজ দেখতে গাঢ় সবুজ। আর কাটলে ভেতরে লাল। খেতেও ভালো।

তরমুজ ক্ষেত বর্ষাকালেও তরমুজ চাষে সফল এবং ভালো দাম পাওয়ার এটি চাষে ঝুঁকছেন এ অঞ্চলের চাষিরা। এক সময় বছরে তিন মাস বাজারে তরমুজ পাওয়া গেলেও এখন মিলছে সারাবছরই। স্থানীয় কৃষি বিভাগও এ ব্যাপারে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন চাষিদের।

ক্ষেতে তরমুজ ঝুলছে

একই এলাকার আরেক চাষি রইছ উদ্দিন বলেন, অল্প সময়ে ভালো ফলন হয়েছে। দামও বেশ ভালো। প্রতি বিঘা জমিতে ৭০০-৮০০ তরমুজ হয়। প্রতি কেজি ৭০-৮০ টাকায় বিক্রি করা হয়। বাজারে তরমুজের চাহিদাও বেশি। অসময়ে তরমুজ চাষ করে তারা অনেক খুশি ও লাভবান। এসব তরমুজ বাজারে তুলতে হয় না। বাগান থেকেই পাইকাররা কিনে নিয়ে যায়। ফলে বাড়তি খরচও লাগছে না তাদের।

ক্ষেতে তরমুজ চাষি পাকুন্দিয়া উপ-সহকারী কৃষি অফিসার হামিমুল হক সোহাগ জানান, বর্ষাকালে তরমুজ চাষে কৃষকদের বীজ, পরামর্শ ও প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিয়ে আসছে স্থানীয় কৃষি বিভাগ। বর্ষাকালের এই তরমুজ চাষ করতে কৃষকের এক বিঘা জমিতে খরচ হচ্ছে ৪০-৫০ হাজার টাকা। ভালো ফলন হওয়ায় বিঘা প্রতি উৎপাদিত তরমুজ বিক্রি হচ্ছে আড়াই লাখ থেকে ৩ লাখ টাকায়।অল্প পুঁজি ও অল্প সময়ে লাভ বেশি হওয়াতে খুশি চাষিরা।

পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান জানান, জেলায় বর্তমানে কয়েক হেক্টর জমিতে বারোমাসি এই তরমুজের চাষ হচ্ছে। তরমুজ বর্তমান সময়ে এ অঞ্চলের চাষিদের লাভজনক ব্যবসা। তাই স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করা হবে। আগামীতে  তরমুজ চাষ এ অঞ্চলসহ সব জায়গায় আরও বাড়বে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে গুজরাটকে উড়িয়ে দিলো বেঙ্গালুরু
জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে গুজরাটকে উড়িয়ে দিলো বেঙ্গালুরু
‘বিএসটিআইর হালাল সনদ নিয়ে রফতানিতে কেউ বাধার সম্মুখীন হচ্ছেন না’
‘বিএসটিআইর হালাল সনদ নিয়ে রফতানিতে কেউ বাধার সম্মুখীন হচ্ছেন না’
চট্টগ্রামসহ পাঁচ জেলার ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
চট্টগ্রামসহ পাঁচ জেলার ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
জাতীয় নির্বাচনের মতো উপজেলাতেও অবাধ-সুষ্ঠু ভোট হবে: ইসি রাশেদা সুলতানা
জাতীয় নির্বাচনের মতো উপজেলাতেও অবাধ-সুষ্ঠু ভোট হবে: ইসি রাশেদা সুলতানা
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে