X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

‘বেয়াদবি’ করায় মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ, শিক্ষক আটক

কেরানীগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৯, ১৭:২০আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১৮:২৫

মো. শুভ হাসান ঢাকার কেরানীগঞ্জে মো. শুভ হাসান (৭) নামে এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল মোক্তাদিরকে (৩২) আটক করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় কেরানীগঞ্জ সার্কেলের অ্যাডিশনাল এসপি রামানন্দ সরকার ঘটনস্থল পরিদর্শন ও শুভর পরিবারের সঙ্গে কথা বলেছেন। এ ঘটনায় শুভর খালা ঝুমুর আহমেদ বাদী হয়ে আব্দুল মোক্তাদিরকে আসামি করে শনিবার রাত ১২টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। শুভর বাড়ি বরিশালের উজিরপুর থানার ষোল গ্রামে। শিক্ষক আব্দুল মোক্তাদিরে বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মাতাইল গ্রামে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা ইমরান উকিল জানান, শুভ ও তার ছোট ভাই শান্ত হোসেন (৬) দোলেশ্বর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র। তারা ওই মাদ্রাসায় থেকেই লেখাপড়া করে। শুক্রবার (১ নভেম্বর) মাদ্রাসার শিক্ষক মোক্তাদির তার রুমে শুভকে ডেকে নিয়ে যায়। পরে বেয়াদবির অভিযোগ এনে শুভকে লাঠি দিয়ে বেদম মারধর করে। এতে সে অসুস্থ হয়ে পড়ে। শনিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মাদ্রাসার ছাত্ররা শুভর খালা ঝুমুর আহমেদকে খবর দেয়। পরে তারা শুভকে বসুন্ধরা আদদীন হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ৮টায় সেখানে শুভর মৃত্যু হয়।

ইমরান উকিল আরও জানান, এ ঘটনায় রাতেই ওই মাদ্রাসার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতির সহায়তায় আব্দুল মোক্তাদিরকে আটক করা হয়। পরে সে পুলিশকে জানায়, তার সঙ্গে বেয়াদবি করায় শুভকে সে লাঠি দিয়ে পিটিয়েছে।

দোলেশ্বর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী সুলতান মোহাম্মদ সাইফুল জানান, তাদের মাদ্রাসা প্রায় ৫৫-৬০ বছরের পুরনো। এই মাদ্রাসায় ছাত্রদের বেত্রাঘাত করা সম্পূর্ণ নিষেধ। এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। তিনি অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেছেন।

দোলেশ্বর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মো. সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষক মোক্তাদির দুই বছর আগে এই মাদ্রাসায় যোগদান করেন। মাদ্রাসায় ছাত্রদের বেত্রাঘাত করা নিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করে সে শুভকে মারধর করেছে।

/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
১০ বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারে অপহরণ
১০ বাংলাদেশিকে সীমান্ত এলাকা থেকে মিয়ানমারে অপহরণ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
ভারতের ভোটে বিজেপির পক্ষে কি ‘৪০০ পেরোনো’ আদৌ সম্ভব?  
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা