X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

গুলি-বোমা ছুড়ে সোনার দোকানে ডাকাতি, আহত ১

গাজীপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৯, ২১:১৮আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ২১:২৩

শোকেজ ভেঙে স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা (ছবি– প্রতিনিধি)

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজারে গুলি ছুড়ে ও বোমা ফাটিয়ে সোনার দোকান লুট করেছে একদল সশস্ত্র ডাকাত। হামলায় দোকানটির মালিক শ্রী দেবেন্দ্র কর্মকার (৪৯) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই বাজারের শৈলাট সড়ক সংলগ্ন ‘নিউ দীপা জুয়েলার্স’ ও মানিক চন্দ্র পালের মালিকানাধীন ‘লক্ষী জুয়েলার্সে’ এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ খবর নিশ্চিত করেছেন।

লক্ষী জুয়েলার্সের মালিক মানিক চন্দ্র পাল জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে নিউ দীপা জুয়েলার্স ও লক্ষী জুয়েলার্সের দূরত্ব প্রায় একশ’ গজ। বড় মাইক্রোবাস ও দু’টি মোটরসাইকেলে কমপক্ষে ১৪ জনের একদল সশস্ত্র ডাকাত এসে দুই দোকানে একসঙ্গে হামলা করে।

মানিক চন্দ্র পাল বলেন, ‘৫ মিনিটের মধ্যে হামলাকারীরা দোকানে সাজিয়ে রাখা অলংকার ও নগদ টাকা লুটে নেয়। বাধা দেওয়ায় দেবেন্দ্র কর্মকারকে গুলি করে তারা। পরে অস্ত্রধারীরা ফিরে যাওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটালে বাজারের লোকজন দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করে। এতে মুহূর্তের মধ্যে সড়ক ফাঁকা হয়ে যায়। এ সুযোগে অস্ত্রধারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

লক্ষী জুয়েলার্সের মালিকের দাবি, ‘আমার দোকান থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ চার লাখ টাকা লুটে নিয়েছে।’ তবে দেবেন্দ্র কর্মকারের দোকানের মালামাল লুটের বিবরণ পাওয়া যায়নি।

এ ব্যাপারে ওসি লিয়াকত আলী বলেন, ‘ঘটনার কথা শোনামাত্র পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও অবস্থান নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। গুলিবিদ্ধ দেবেন্দ্রকে উদ্ধার করে তার স্বজনেরা স্থানীয় একটি ক্লিনিকে পাঠিয়েছেন।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
কাজাখস্তানের নারী দাবাড়ুকে  হারিয়ে প্রথম জয় ফাহাদের
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র