X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ডায়রিয়ায় পাঁচ জনের মৃত্যু, আক্রান্ত তিন শতাধিক

গাজীপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৯, ১৯:২০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ২১:২১





গাজীপুর গাজীপুরে গত পাঁচ দিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন শতাধিক মানুষ। মহানগরের কাজীবাড়ি ও পূর্ব চান্দনা এলাকায় ডায়রিয়ার এ প্রকোপ দেখা দিয়েছে। গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. প্রণয় ভূষণ দাস এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ঢাকা রোগ নিয়ন্ত্রণ অধিদফতরের ডা. দেবাশীষ সাহার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ডা. প্রণয় ভূষণ দাস জানান, গত পাঁচ দিনে চিকিৎসা নিয়েছেন ৪০০ জন ডায়রিয়া রোগী। শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত ৩০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে ৮ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সরেজমিন জানা গেছে, কাজীবাড়ি এলাকার আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া আব্দুল জব্বার ওরফে খেজু মিয়া (৭০) ডায়রিয়ায় আক্রান্ত হয়। সোমবার হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাঘমারা গ্রামে।

একই এলাকার মোস্তফার বাড়ির ভাড়াটিয়া মোজাম্মেল হকের স্ত্রী কামরুন নাহার (২০) রবিবার ডায়রিয়ায় আক্রান্ত হন। হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোর ৪টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
পূর্ব চান্দনা এলাকার বাতেনের বাড়ির ভাড়াটিয়া মঞ্জু মিয়ার দুই ছেলে নাহিন (৪ মাস) ও ফাহিম (দেড় বছর) মঙ্গলবার বিকালে ডায়রিয়ায় আক্রান্ত হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নাহিন মারা যায়। ফাহিম বর্তমানে ঢাকার কলেরা হাসপাতালে চিকিৎসাধীন।

একই এলাকার হাছেন আলী জানান, তার শ্যালক আলী আকবরের স্ত্রী সুমা (৩০) সোমবার ডায়রিয়ায় আক্রান্ত হন। সন্ধ্যায় ঢাকা কলেরা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একই এলাকার সাত্তার বাবুর্চির বাড়ির ভাড়াটিয়া আব্দুছ সালাম (৫৫) সোমবার ডায়রিয়ায় আক্রান্ত হলে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার কলেরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।

গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান বলেন, ‌‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কয়েকজন মারা গেছেন। ঢাকা থেকে এসে রোগনিয়ন্ত্রণ অধিদফতরের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা কয়েকটি স্থান থেকে পানির নমুনা নিয়েছেন। পানির নমুনা পরীক্ষার জন্য আইসিডিডিআর-বি’তে পাঠানো হবে।’
তিনি আরও জানান, কাজীবাড়ি ও পূর্ব চান্দনা এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় হাসপাতালের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতনতামূলক লিফলেট, পাঁচ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন পাঠানো হয়েছে। স্যুয়ারেজের লাইন, পানির লাইনের সঙ্গে মিশে গিয়ে ডায়রিয়ায় আক্রান্তের ঘটনা ঘটতে পারে।
গাজীপুর সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (পানি) নজরুল ইসলাম বলেন, ‘পাঁচদিন ধরে ওই দুটি এলাকার পানির লাইন পরীক্ষা করা হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত পানির লাইনে কোনও ত্রুটি পাওয়া যায়নি। পানির মেইন লাইন থেকে সরবরাহ লাইনে ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে। পানির পাইপগুলো পরিষ্কার করা হয়েছে। এরপরও পানির লাইনে কোনও ত্রুটি আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত আছে।’

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!