X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

সাবমেরিন ক্যাবলের মাধ্যমে পদ্মার দুর্গম চরে বিদ্যুৎ সংযোগ

শরীয়তপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৮

 

বিদ্যুত সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম

চরআত্রা, নওপাড়া, কুণ্ডেরচর ও কাঁচিকাটা—চারিদিকে পদ্মাবেষ্টিত শরীয়তপুরের এই চারটি ইউনিয়ন প্রত্যন্ত চরাঞ্চল হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে এই চরাঞ্চলের অধিবাসীরা বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত। তবে শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে তাদের নতুন যাত্রা শুরু হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর পদ্মার এই চার দুর্গম চরে বিদ্যুৎ পৌঁছেছে। নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিচ্ছিন্ন এই চার চরাঞ্চলকে আলোকিত করা হয়েছে।

শনিবার দুপুর ২টায় চরআত্রা আজিজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। এসময় তিনি বলেন, গত সংসদ নির্বাচনের সময় চরবাসী বিদ্যুৎ সংযোগের দাবি তুলেছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচিত হলে এক বছরের মধ্যে চরে বিদ্যুৎ পৌঁছাবে। ৫শ’ বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। আগামী ৩০ জুনের মধ্যে চারটি ইউনিয়নের ১৬ হাজার পরিবার বিদ্যুৎ পাবে। উপকেন্দ্র ও সঞ্চালন লাইন করার জন্য যারা জমি দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়ে জেলার সকল বিচ্ছিন্ন ও অবহেলিত গ্রামগুলোতেও পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেন উপমন্ত্রী।

এসময় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী জয়নাল আবেদীন, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার এসএম আশ্রাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দেসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, শরীয়তপুরের পদ্মার তীর থেকে চরগুলোর দূরত্ব ৬-৭ কিলোমিটার। নদীর ওই দূরত্ব দিয়ে বিদ্যুৎ-সংযোগ দিতে পারছিল না শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। শরীয়তপুর-২ আসনের সংসদ পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের উদ্যোগে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওই চরাঞ্চলে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কাজ শুরু করে গত বছরের ফেব্রুয়ারি মাসে। মুন্সিগঞ্জের দীঘিরপাড় আর নড়িয়ার নওপাড়ার মধ্যে পদ্মার দৈর্ঘ্য এক কিলোমিটার। ওই এক কিলোমিটার অংশ সাবমেরিন কেবলের মাধ্যমে পদ্মানদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ সরবরাহের সঞ্চালন লাইন আনা হয়।

 

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী