X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বাসে নারীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ৩

সাভার প্রতিনিধি
১৪ জুলাই ২০২০, ০৬:৩০আপডেট : ১৫ জুলাই ২০২০, ০০:৪৪

বাসে নারীকে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ৩ আশুলিয়ায় কৌশলে ডেকে নিয়ে বাসে তুলে এক তরুণীকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালকসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই তরুণী নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ।

গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গজারিয়া গ্রামের ফেরদৌসের ছেলে বাসচালক আরিফ (১৮), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার মহির উদ্দিনের ছেলে সহিদুল ইসলাম (২৮) ও লক্ষ্মীপুর জেলা সদর থানার যোগমেন গ্রামের কামরুল ইসলামের ছেলে সজীব (১৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আশুলিয়ার ডেন্ডাবর আমিন মডেল টাউন এলাকার ভুক্তভোগী তরুণী ও বাসচালক আরিফের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। গত ১০ জুলাই রাতে ওই তরুণী তার এক বান্ধবীর সঙ্গে আশুলিয়ার বাইপাইল এলাকায় যায়। এ সময় তার বন্ধু আরিফ ফোন করে তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে। পরে বাইপাইল ব্রিজের দক্ষিণ পাশে অপেক্ষারত অবস্থায় একটি শতাব্দী পরিবহনের খালি বাস চালিয়ে নিয়ে আসে আরিফ ও তার বন্ধু সহিদুল। এ সময় বাসচালক আরিফ তার আরেক বন্ধু আসবে বলে ওই তরুণীকে বাসে উঠিয়ে অপেক্ষা করতে বলে। পরে আরিফ ও সহিদুলের সহযোগী সজিবসহ অজ্ঞাত কয়েকজন ওই বাসে উঠে বসে। এ সময় আরিফসহ অন্যরা তাকে কুপ্রস্তাব দিয়ে ব্যর্থ হলে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তরুণীর চিৎকারে লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, বাসে ওই তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত তিন জনকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়। একইসঙ্গে ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
দুই ব্রাজিলিয়ান কেন মাঠে এমন করলেন?
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৩ ডিগ্রি, খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?