X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ভোটার তালিকায় কাউন্সিলর প্রার্থীর জায়গায় মৃত ব্যক্তির নাম!

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৭:৪০আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ১৭:৪৭

মো. কবির হোসেন মানিকগঞ্জ পৌরসভায় বিগত নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন মো. কবির হোসেন। গত জাতীয় সংসদ নির্বাচনে ভোটও দিয়েছেন। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভার নির্বাচনের মনোনয়ন পত্রও কিনেছেন পৌলী এলাকার এই বাসিন্দা। কিন্তু ভোটার তালিকা সংগ্রহের পর দেখেন তিনি ভোটার নন। তার ভোটার আইডির নম্বরের জায়গায় মৃত ব্যক্তির নাম!

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কবির হোসেন জানান, ‘বুধবার (২৫ নভেম্বর) জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র কিনেছি। অফিস থেকে মনোয়নপত্রের সঙ্গে ভোটার তালিকার একটি সিডি দিয়েছে। গতকাল ভোটার তালিকা প্রিন্ট করার পর দেখি তালিকায় আমার নাম কাটা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি শুক্রবার সকালে নির্বাচন অফিসকে জানিয়েছি। আশাকরছি কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করে আমাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিবেন।’

জেলা নির্বাচন অফিসার এবং নির্বাচনের রিটার্নিং অফিসার শেখ মো. হাবিবুর রহমান বলেন, ‘২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদের সময় তথ্য সংগ্রহ করেছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। প্রাথমিকভাবে জানা গেছে, জনৈক শিক্ষক ভুল করে মৃত ব্যক্তি আফছার উদ্দিনের নাম মো. কবির হোসেনের জায়গায় দিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি অবগত হওয়ার পর কাজ শুরু করেছি। নির্দিষ্ট সময়ের মধ্যেই তথ্য ঠিক করে মো. কবির হোসেনের নাম ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা সম্ভব হবে। তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।’

প্রসঙ্গত, আগামী ২৮ ডিসেম্বর মানিকগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর, প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই ৩ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ১০ ডিসেম্বর।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক