X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

আমাদের প্রধানমন্ত্রী ‘ভ্যাকসিন হিরো’: স্বাস্থ্য সচিব

গাজীপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ২১:৩৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৯:২৬

স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান জানিয়েছেন, সরকার দেশের মানুষকে বিনামূল্যেই করোনার টিকা দিতে চায়। সরকারের আগে কোনও প্রাইভেট সেক্টর বা কোন কোম্পানি টিকা দেওয়ার কার্যক্রম শুরু করতে পারবে না। কে, কিভাবে, কখন শুরু করবে এবং প্রাইভেট সেক্টর কী সুযোগ পাবে, এটা সরকার শর্ত দিয়ে নির্ধারণ করে দেবে। সরকার এগুলো পুরোটাই যথাযথভাবে মনিটর করবে। সরকারই দায়িত্ব পালন করবে। আমাদের প্রধানমন্ত্রী ‘ভ্যাকসিন হিরো’।

স্বাস্থ্য অধিদফতরের সচিব (সেবা বিভাগ) আব্দুল মান্নান শনিবার (১৬ জানুয়ারি) বিকালে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

তিনি বলেন, আমাদের পূর্ব অভিজ্ঞতা যেহেতু অনেকের চেয়ে বেশি, সেহেতু আমরা সারাদেশে সুন্দরভাবে শুরু করতে পারবো। যথাযথভাবে শেষও করতে পারবো। মোবাইলেই সবকিছু পাওয়া যাবে। মোবাইলে মেসেজ দিয়েই সব কিছু করবো।

সচিব বলেন, দেশে করোনার টিকা উৎপাদনের বিষয়ে যাচাই-বাছাই চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল মতো তারা যদি মেইনটেইন করতে পারে, তাদের ট্রায়াল যদি সন্তোষজনক হয়, তাতে যদি আমাদের বিশেষজ্ঞ টিম সন্তুষ্ট হয় তাহলে আমরা সামনের দিকে এগুবো। কেউ হঠাৎ করে আসবে আর অনুমোদন দেবো, এরকম না।

এর আগে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. বেলাল হোসেন, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন প্রমুখ।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা